শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু

মঈন উদ্দীন: [২] গত ২৪ ঘণ্টায় বগুড়ায় তিনজন, রাজশাহী ও পাবনায় দুজন করে এবং নাটোরে একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] তিনি বলেন, এ পর্যন্ত রাজশাহী বিভাগের আট জেলায় প্রাণঘাতী করোনায় ৪৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আটজন।

[৪] এর মধ্যে বগুড়ায় মারা গেছেন তিনজন। এছাড়া রাজশাহী ও পাবনায় দুজন করে এবং নাটোরে একজনের প্রাণ নিয়েছে করোনা।

[৫] বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩০ হাজার ৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১৮০ জনের। গত ২৪ ঘণ্টায় পাবনায় ৪৪ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া বগুড়ায় ৪৩, রাজশাহীতে ৩৮, চাঁপাইনবাবগঞ্জে ১৯, সিরাজগঞ্জে ১৫, নাটোরে নয়, নওগাঁয় ছয় এবং জয়পুরহাটে ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৬] বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সর্বোচ্চ ২৮১ জনের প্রাণহানি ঘটেছে বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৬২, নওগাঁয় ৩২, সিরাজগঞ্জে ২২, নাটোরে ১৬, চাঁপাইনবাবগঞ্জে ১৪, পাবনায় ১২ এবং জয়পুরহাটে ১১ জনের প্রাণ গেছে করোনায়।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়