শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৪৩, মৃত্যু ৩

জিএম মিজান : [২] গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারী পিসিআর ল্যাবে ৩১১টি নমুনার ফলাফলে এ তথ্য উঠে এসছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ২৯৩টি নমুনার মধ্যে ৩৯টি পজিটিভ এসেছে।

[৩] টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ১৬টি নমুনার মধ্যে ৪টি পজিটিভ এসেছে। জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।

[৪] নতুন আক্রান্ত ৪৩জনের মধ্যে সদরের ৩৫জন, শেরপুরে ৪জন, দুপচাঁচিয়ায় ৩জন এবং একজন শিবগঞ্জের বাসিন্দা। মৃত ব্যক্তিরা হলেন- গাবতলীর তরফ সরতাজ এলাকার খাজা মিয়া (৪৫), শেরপুরের যুগিগাতী এলাকার জোবেদা খাতুন (৫৫) এবং বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার রহিমা বেগম (৮০) নিহতরা তিনজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আক্রান্তের হার ১৩দশমিক ৯১শতাংশ। এর আগে গেল সাতদিন জেলায় শনাক্তের হার ২০শতাংশের উপরে ছিল। এদিকে একদিনে সুস্থ হয়েছেন ৩৪জন। বর্তমানে অত্র জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১হাজার ৫৩৪জন এবং সুস্থতা ১০হাজার ১৮৬জন। এছাড়া নতুন করে ৩জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৮২জন। করোনায় চিকিৎসাধীন ১০৬৬জন।
[৫] ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিনএ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা দেওয়া হয়েছে। যদি কারও অবস্থার অবনতি তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। সম্পা;না: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়