শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোহাগাড়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

আবদুল করিম: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

[৩] বুধবার (২১ এপ্রিল) উপজেলার চুনতি ইউনিয়নের ডাক বাংলো গ্রামের কৃষক মোহাম্মদ মোহসীন’র চার বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

[৪] লকডাউনে শ্রমিক না পাওয়ায় ধান নিয়ে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। কৃষকদের ধান কেটে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। পরে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে নেতাকর্মীরা চুনতি ইউনিয়ন ডাক বাংলো বাগান পাড়া গ্রামের বিল থেকে কৃষক মোহাম্মদ মোহসীনের জমির ধান কেটে দেন।

[৫] এ বিষয়ে এরশাদুর রহমান রিয়াদ বলেন, করোনাভাইরাসের কারণে এ এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সে জন্য মানবিক দিক বিবেচনা করে আমি ও জেলা ছাত্রলীগের ছাত্র উপ বৃত্তি বিষয়ক সম্পাদক রাহাত বিন নাসির, উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তামরিন হোসাইন, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমদ, আবদুর রহমান, শেখ ছোটন, কামাল সহ চুনতি স্কুলের ছাত্রলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।

[৬] তিনি আরও বলেন, এলাকার কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এ কাজ করা হচ্ছে। কোনো কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়