শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বাইরে থেকে সাড়ে ৬ কোটি কোভিড টিকা পাচ্ছে ইউনিসেফ

রাশিদুল ইসলাম : [২] ইউনিসেফ ভারত থেকে এ্যাস্ট্রাজেনেকা সরবরাহ পাওয়ার ক্ষেত্রে যে জটিলতায় পড়েছিল সে সমস্যা কেটে গেছে, আগামী মে মাসের শেষ দিকে অন্য উৎস থেকে ৬৫ মিলিয়ন টিকা পাচ্ছে কোভাক্স কর্মসূচি। এর অধিকাংশ টিকা আসছে দক্ষিণ কোরিয়া থেকে। রয়টার্স

[৩] বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন সরবরাহে ঘাটতি ও ভারতের সেরাম ইন্সটিটিউট টিকা রফতানি বন্ধ ঘোষণার পর ইউনিসেফ এ জটিলতায় পড়ে।

[৪] ইউনিসেফ এখন কোভাক্স কর্মসূচির জন্যে টিকা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করবে।

[৫] মে মাসের শেষ নাগাদ জাতিসংঘের টিকা কর্মসূচি কোভ্যাক্সের আওতায় ৮০টি দেশে টিকা সরবরাহের কথা রয়েছে।

[৬] ইউনিসেফ আরো জানায় ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে পুনরায় টিকা সরবরাহ পেতে কথাবার্তা চলছে। আগামী মে মাসের পর সেরাম থেকে ৫০ মিলিয়ন টিকা পেতে পারে কোভ্যাক্স।

[৭] কোভ্যাক্স কর্মসূচিতে মে মাসের মধ্যে ১শ মিলিয়ন টিকা সরবরাহ দেওয়ার কথা ছিল সেরামের কিন্তু ভারতে কোভিড সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না। কোভ্যাক্স কর্মসূচিতে সেরাম ১৮.২ মিলিয়ন টিকা দিতে পেরেছে।

[৮] আগাম মাস থেকে তরুণদেরও টিকা দিতে যাচ্ছে ভারত এরফলে দেশটিতে আরো বিপুল পরিমান টিকার চাহিদা সৃষ্টি হবে। খুব শীঘ্রই সেরামের পক্ষে টিকা রফতানি করা সম্ভব হবে না।

[৯] ইউনিসেফ বিকল্প উৎস হিসেবে ফাইজার/বায়োএনটেক অথবা এ্যাস্ট্রাজেনেকা টিকা সংগ্রহে বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা বলছে।

[১০] চলতি সপ্তাহে ভারত সরকার সেরামকে ৪শ ডলার অগ্রিম দিয়ে তাৎক্ষণিক ৭০ মিলিয়ন ও মে মাসের শেষ নাগাদ আরো ১শ মিলিয়ন টিকা সরবরাহের জন্যে বলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়