শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ১২:৫৪ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের বাইরে থেকে সাড়ে ৬ কোটি কোভিড টিকা পাচ্ছে ইউনিসেফ

রাশিদুল ইসলাম : [২] ইউনিসেফ ভারত থেকে এ্যাস্ট্রাজেনেকা সরবরাহ পাওয়ার ক্ষেত্রে যে জটিলতায় পড়েছিল সে সমস্যা কেটে গেছে, আগামী মে মাসের শেষ দিকে অন্য উৎস থেকে ৬৫ মিলিয়ন টিকা পাচ্ছে কোভাক্স কর্মসূচি। এর অধিকাংশ টিকা আসছে দক্ষিণ কোরিয়া থেকে। রয়টার্স

[৩] বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন সরবরাহে ঘাটতি ও ভারতের সেরাম ইন্সটিটিউট টিকা রফতানি বন্ধ ঘোষণার পর ইউনিসেফ এ জটিলতায় পড়ে।

[৪] ইউনিসেফ এখন কোভাক্স কর্মসূচির জন্যে টিকা বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করবে।

[৫] মে মাসের শেষ নাগাদ জাতিসংঘের টিকা কর্মসূচি কোভ্যাক্সের আওতায় ৮০টি দেশে টিকা সরবরাহের কথা রয়েছে।

[৬] ইউনিসেফ আরো জানায় ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে পুনরায় টিকা সরবরাহ পেতে কথাবার্তা চলছে। আগামী মে মাসের পর সেরাম থেকে ৫০ মিলিয়ন টিকা পেতে পারে কোভ্যাক্স।

[৭] কোভ্যাক্স কর্মসূচিতে মে মাসের মধ্যে ১শ মিলিয়ন টিকা সরবরাহ দেওয়ার কথা ছিল সেরামের কিন্তু ভারতে কোভিড সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না। কোভ্যাক্স কর্মসূচিতে সেরাম ১৮.২ মিলিয়ন টিকা দিতে পেরেছে।

[৮] আগাম মাস থেকে তরুণদেরও টিকা দিতে যাচ্ছে ভারত এরফলে দেশটিতে আরো বিপুল পরিমান টিকার চাহিদা সৃষ্টি হবে। খুব শীঘ্রই সেরামের পক্ষে টিকা রফতানি করা সম্ভব হবে না।

[৯] ইউনিসেফ বিকল্প উৎস হিসেবে ফাইজার/বায়োএনটেক অথবা এ্যাস্ট্রাজেনেকা টিকা সংগ্রহে বেশ কয়েকটি দেশের সঙ্গে কথা বলছে।

[১০] চলতি সপ্তাহে ভারত সরকার সেরামকে ৪শ ডলার অগ্রিম দিয়ে তাৎক্ষণিক ৭০ মিলিয়ন ও মে মাসের শেষ নাগাদ আরো ১শ মিলিয়ন টিকা সরবরাহের জন্যে বলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়