শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না: কাদের ◈ বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রবেশ: দ্বিতীয়দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ বাইডেন গোপনে ইসরায়েলকে ২৫০ কোটি ডলারের অস্ত্র ও বিমান দিয়েছেন ◈ দোরগড়ায় যুদ্ধ কড়া নাড়ছে, প্রস্তুতি নেই ইউরোপের: পোলিশ প্রধানমন্ত্রী ◈ দ্বিতীয় টেস্টে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ ◈ ট্রেনে ঈদযাত্রা: শেষ দিনের মতো চলছে ৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি ◈ উত্তরায় তরুণীকে ধর্ষণ, ৯৯৯ এ ফোনে উদ্ধার, পালিয়েছে অভিযুক্ত ◈ আঙ্গুরের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহার করতে বাংলাদেশের কাছে ভারতীয় চাষীদের আবেদন ◈ টেকনাফে ৮শত টাকার জন্য বন্ধুর মাথায় গুলি ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে “এক টাকায় অন্ন” ইফতার

সোহাগ হাসান:[২] টিউশনের টাকা থেকে সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত সুবিধাবঞ্চিত মানুষদের “এক টাকায় অন্ন” সংঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে শহরের বাজার স্টেশন এলাকায় ৭০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে এ ইফতারী বিতরণ করা হয়।

[৩] জানা যায়, সিরাজগঞ্জ সরকারী কলেজের ৫ ছাত্রের উদ্বোগে টিউশনের টাকা থেকে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ‘‘১ টাকায় অন্ন’’ অলাভজনক সংগঠনটি খাবার বিতারণ করে আসছে। ২০২১ সালের ১ জানুয়ারীতে এই সংগঠনের যাত্রা শুরু করে।

[৪] শহরের বাজার স্টেশন এলাকায় গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষজনের বসবাস, এই এক টাকার খাবার নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ‘‘১ টাকায় অন্ন” বিক্রি করছেন। এক টাকার ইফতারের প্যাকেটে রয়েছে, জুস, আপেল, বেগুনী, খেজুর, পিয়াজু, নিমকি জিলাপী, মুড়ি, কলা ও শসা।

[৫] স্টেশনে থাকা নাছিমা, আছের, নাজিম শেখ বলেন, লকডাউনে আয় রোজগার না থাকায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। খেটে খাওয়া গরীব অসহায় মানুষের জন্য এই এক টাকার ইফতারী ভালো হয়েছে।

[৬] সংগঠনের সদস্য আল-মামুন বলেন, মহামারী করোনায় সুবিধাবঞ্চিত মানুষদের খুব কষ্ট হয়েছে। তাই আমাদের টিউশনের টাকা দিয়ে সুবিধাবঞ্চিত মানুষকে ১ টাকার খাবার বিতরণ শুরু করেছি।

[৭] এক টাকা নিচ্ছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুবিধাবঞ্চিতরা যেনো না ভাবে এটা দান করা হচ্ছে। তারা জেনে ভাবে এক টাকা দিয়ে এই খাবার কিনে খাচ্ছেন। আমাদের সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।এ সময় ১ টাকায় অন্ন সংগঠনের জুবায়ের, লিমন শেখ, মামুন, বরাত, ইয়ামিন, জাহিদ, রাতুল এবং গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়