শিরোনাম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন নেপালের কুসল

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন নেপালের ওপেনার কুসল ভুর্তেল। অভিষেকের পর ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেই ৫০ এর বেশি রান করা প্রথম ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

[৩] আইসিসির তিন সহযোগী দেশ নেপাল, নেদারল্যান্ডস ও মালয়েশিয়া ত্রিদেশীয় সিরিজ খেলছে। সিরিজের প্রথম ম্যাচে নেপালের হয়ে অভিষেক হয় কুসলে সেই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নেপালের হয়ে ৪৬ বলে ৬২ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

[৪] এরপর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ায় বিপক্ষেও দুর্দান্ত ফিফটি তুলে নেন কুসল। সেই ম্যাচে ৪১ বলে ৬১ রানের ইনিংস উপহার দেন তিনি।

[৫] মঙ্গলবার ২০ এপ্রিল নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় দেখাতেও ওপেনিংয়ে নেমে অসাধারণ ব্যাটিং করেছেন কুসল। সমান ৪৬ বলে আবারো সমান ৬২ রানেই আউট হয়েছেন তিনি। তবে আউট হলেও বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেকের প্রথম তিন ম্যাচে ফিফটি করার অনন্য রেকর্ড গড়েন কুসল। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়