শিরোনাম
◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও) ◈ ভারতের অন্য ভেন্যুতে খেলার বিষয়ে যা জানাল বিসিবি সভাপতি (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক র‌্যাংঙ্কিংয় তালিকায় রয়েছে দেশীয় ২৮ বিশ্ববিদ্যালয়, প্রথম স্থানে বাশেমুরকৃবি

শরীফ শাওন: [২] সিমাগো ইনস্টটিউিশনস র‌্যাঙ্কিংয়ে ৪১২৭ টি প্রতিষ্ঠানের তালিকায় ৭৪৭তম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। তালিকায় ৭৫৩তম হয়ে দ্বিতীয় স্থানে টাঙ্গাইল মাওলানা ভাষানী তথ্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৭৫৪তম হয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

[৩] সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রথম সারির তিনটিসহ তালিকায় স্থান পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট ১৮টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০টি।

[৪] পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটি।

[৫] প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড বিশ্ববিদ্যালয়, আমেরিকান বিশ্ববিদ্যালয়, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

[৬] স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান, যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে তাদের র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়