শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক র‌্যাংঙ্কিংয় তালিকায় রয়েছে দেশীয় ২৮ বিশ্ববিদ্যালয়, প্রথম স্থানে বাশেমুরকৃবি

শরীফ শাওন: [২] সিমাগো ইনস্টটিউিশনস র‌্যাঙ্কিংয়ে ৪১২৭ টি প্রতিষ্ঠানের তালিকায় ৭৪৭তম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। তালিকায় ৭৫৩তম হয়ে দ্বিতীয় স্থানে টাঙ্গাইল মাওলানা ভাষানী তথ্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৭৫৪তম হয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

[৩] সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রথম সারির তিনটিসহ তালিকায় স্থান পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট ১৮টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০টি।

[৪] পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটি।

[৫] প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড বিশ্ববিদ্যালয়, আমেরিকান বিশ্ববিদ্যালয়, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

[৬] স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান, যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে তাদের র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়