শিরোনাম
◈ পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের, যে কারণে খুন হন বনশ্রীর সেই শিক্ষার্থী ◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক র‌্যাংঙ্কিংয় তালিকায় রয়েছে দেশীয় ২৮ বিশ্ববিদ্যালয়, প্রথম স্থানে বাশেমুরকৃবি

শরীফ শাওন: [২] সিমাগো ইনস্টটিউিশনস র‌্যাঙ্কিংয়ে ৪১২৭ টি প্রতিষ্ঠানের তালিকায় ৭৪৭তম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। তালিকায় ৭৫৩তম হয়ে দ্বিতীয় স্থানে টাঙ্গাইল মাওলানা ভাষানী তথ্য ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ৭৫৪তম হয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

[৩] সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রথম সারির তিনটিসহ তালিকায় স্থান পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মোট ১৮টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০টি।

[৪] পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমআইএসটি।

[৫] প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড বিশ্ববিদ্যালয়, আমেরিকান বিশ্ববিদ্যালয়, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

[৬] স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাঙ্কিং হলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান, যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাস বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়ে থাকে। এই প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে তাদের র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়