শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে টিকার ট্রায়ালের অনুমতি চেয়ে প্রস্তাব দিল জনসন অ্যান্ড জনসন

রাশিদুল ইসলাম : [২] ভারতে দিনে কোভিড সংক্রমণ তিন লাখের কাছাকাছি বৃদ্ধি পাওয়ায় টিকার সংকটের মুখে ট্রায়ালের অনুমতি চেয়ে দেশটির কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার সাবজেক্ট এক্সপার্ট কমিটির সঙ্গে বৈঠকের আবেদন করেছে জনসন অ্যান্ড জনসন। তাদের টিকার সেফটি ট্রায়ালের রিপোর্ট জমা করে প্রাথমিকভাবে প্রস্তাব পেশ করা হয়েছে। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি জানিয়েছে, ভারতের অনুমতি পেলে টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করা যেতে পারে। টাইমস অব ইন্ডিয়া

[৩] জনসনের টিকার একটি ডোজ খুব দ্রুত টিকাকরণও করা যাবে বলে দাবি করছে কোম্পানিটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে বলেছিলেন একাধিক বিদেশি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হবে ভারতে। এখন পুণের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ও ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনই চালু রয়েছে। রাশিয়ার টিকাতে সম্মতি দেওয়া হয়েছে।

[৪] জনসন অ্যান্ড জনসনের তৈরি ভ্যাকসিন ভারতে অনুমতি পেলে দেশটির অন্যকোনো কোম্পানির সাহায্যে ভারতে তাদের উৎপাদন ও বিতরণ শুরু করতে পারে।

[৫] যুক্তরাষ্ট্রে অন্যান্য টিকার সঙ্গে জনসন অ্যান্ড জনসনকেও ছাড়পত্র দেওয়া হয়েছিল। লক্ষাধিক মানুষকে এই টিকার ডোজ দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মার্কিন এফডিএ ও সিডিসি জানিয়েছিল, ৬ জন মহিলার শরীরে টিকার ডোজে বিরল প্রকৃতির ‘ব্লাড ক্লটিং সিনড্রোম’ দেখা দেয়।

[৬] জনসন অ্যান্ড জনসন দাবি করে, যুক্তরাষ্ট্রে প্রতি বছরই বহু মানুষ থ্রম্বোসিস বা ব্লাড ক্লটের কারণে মারা যায়। তাই টিকার ডোজে রক্ত জমাট বেঁধেছে কিনা তার কোনও নিশ্চিত প্রমাণ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়