শিরোনাম

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থমন্ত্রীর জামাতার মরদেহ দেশে আনা হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি

আনিস তপন: [২] বাংলাদেশ দূতাবাস এবিষয়ে যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ রাখছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন। রোববার দিলশাদ হোসেনের লন্ডনের বাসার তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, রোববার মরদেহ উদ্ধারের দুইদিন আগেই তার মৃত্যু হয়েছে। এ সময় কাশফি কামাল সন্তানদের নিয়ে বাংলাদেশে অবস্থান করছিলেন। দিলশাদ হোসেনের বয়স হয়েছিল ৪৬ বছর।

[৩] অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ডনে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার পরিবার এবং অর্থমন্ত্রীর পরিবার মো. দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

[৪] তৌহিদুল আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের স্থানীয় নিময়কানুন পালন করে মরহুমের মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কারণ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিমান চলাচল যাতায়াতে নিষেধাজ্ঞা চলছে।

উল্লেখ্য, লন্ডনে বাদ জুমার পর বন্ধুরা দিলশাদ হোসেনকে ডাকাডাকি করেন। কয়েকজন বন্ধু তাকে ফোনও করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দিলশাদকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়