শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১২:২১ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ধাওয়ান ঝড়ে দিল্লীর জয়

রাহুল রাজ :[২]আইপিএলে টানা তিনদিন লো স্কোরিং ম্যাচ দেখা গেলেও আজ ডাবল হেডারের দুই ম্যাচেই দেখা গেল রান। প্রথম ম্যাচ কলকাতার বিপক্ষে বড় রান করে ব্যাঙ্গালুরু জিতলেও দ্বিতীয় ম্যাচে রাহুল-আগারওয়ালের সর্বোচ্চ রানের জুটির পরও ধাওয়ানের দুর্দান্ত ইনিংসে দিল্লির কাছে হেরে গেল পাঞ্জাব কিংস।
[৩]আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। জবাবে ৬ উইকেট হাতে রেখে ১০ বল আগেই জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।
[৪]রান তাড়া করতে নেমে দিল্লিকে দারুণ সূচনা এনে দেন পৃথ্বী ও ধাওয়ান। দুজনের, ৫৯ রানের জুটি ভাঙে পাওয়ারপ্লের শেষ ওভারের তৃতীয় বলে পৃথ্বী ১৭ বলে ৩২ রান করে ফিরে গেলে। এরপর বাকি কাজ একাই করে দেন ধাওয়ান। দারুণ ফিফটি হাঁকিয়ে এগুতে থাকেন শতকের দিকে।
[৫]কিন্তু ৮ রান দূরে থাকতে ৪৯ বলে ২ ছক্কা ও ১৩ বাউন্ডারিতে ৯২ রানে ফিরতে হয় তাকে। এরপর শেষ দিকে স্টয়নিসের ১৩ বলে অপরাজিত ২৭ ও ললিতের ৬ বলে অপরাজিত ১২ রানে ১০ বল আগেই জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।
[৬]এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লির বোলারদের হতাশ করে ১২২ রানের ওপেনিং জুটি গড়েন লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। যা দিল্লির বিপক্ষে কোন দলের সর্বোচ্চ রানের জুটি। ৩৬ বলে ৬৯ রান করে ফেরেন আগারওয়াল। ৫১ বলে ৬১ রান করেন রাহুল। শেষদিকে হুদার অপরাজিত ১৩ বলে ২২ ও শাহরুখের অপরাজিত ৫ বলে ১৫ রানের ১৯৫ রানের বড় পুঁজি পায় পাঞ্জাব।

[৭]সংক্ষিপ্ত স্কোর :
পাঞ্জাব কিংস: ২০ ওভারে ১৯৫/৪(আগারওয়াল ৬৯, রাহুল ৬১; লুকমান ১/৩২, আভিষ খান ১/৩৩)
দিল্লি ক্যাপিটালস: ১৮.২ ওভারে ১৯৮/৪(ধাওয়ান ৯২, পৃথ্বী ৩২; রিচার্ডসন ২/৪১, আর্ষদীপ ১/২২)

  • সর্বশেষ
  • জনপ্রিয়