শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:০২ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে কৃষকের মধ্যে বিনামূল্য সার-ধান বীজ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জ সদর উপজলার ৫ টি ইউনিয়নে মোট ১ হাজার ৬০ জন কৃষকের মধ্যে বিনামূল্য আউশ ধানর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সরকারি প্রণাদনা কর্মসূচীর আওতাধীন জেলা আওয়ামী লীগর সভাপতি ও হবিগঞ্জ-৩ আসন এর সংসদ সদস্য অ্যাডঃ মোঃ আবু জাহির রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বাধন করেন।

এ উপলক্ষ সদর উপজলা কষি অধিদপ্তর রিচি এবং গোপায়া ইউনিয়ন পৃথক স্থানে সার ও বীজ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল। স্বাগত বক্তব্য রাখন সদর উপজলা কষি কর্মকর্তা

সুকান্ত ধর। এছাড়াও গোপায়া ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান মোঃ আক্তার হোসনসহ অন্যান্যরা উপস্থিত ছিলন। কষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারর প্রণাদনা কর্মসূচির আওতার ৫ টি ইউনিয়নের ১ হাজার ৬০ জন কৃষকের মাঝ বিনামূল্য রাসায়নিক সার ও উফসী আউশ ধানর বীজ বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য সাংসদ আলহাজ্ব মোঃ আবু জাহির বলেছন, স্বাস্থ-বিধি অনুসরণ করে আইনের নিয়মাবলী নিশ্চিত করে না চলা মানেই নিজের জীবনকে মরণের ঝুঁকিতে ঠেলে দিচ্ছেন । সুরক্ষিত থাকার স্বার্থ স্বাস্থ-বিধি অনুসরণ করেই যাবতীয় কাজ করতে হবে। সরকার নির্ধারিত গণ-বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ-বিধি অনুসরণ করে কাজ-কর্ম পরিচালনার জন্য তিনি উপকারভাগী কৃষকগণের প্রতি অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়