শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত. বিভিন্ন ওজুহাতে বাড়ির বাহিরে বের হচ্ছেন মানুষ

শেখ ফরিদ আহমেদ: [২] সাতক্ষীরায় যতই দিন যাচ্ছে ততই লকডাউনের মধ্যে সাধারন মানুষ বিভিন্ন ওজুহাতে বাড়ির বাহিরে বের হচ্ছেন। রবিবার সকাল থেকে শহরের প্রধান প্রধান সড়কে জনসমাগম অন্যান্য দিনের তুলনায় বেশী লক্ষ্য করা গেছে।

[৩] এছাড়া শহরের সুলতানপুর বড়বাজার, পুরাতন সাতক্ষীরা কাঁচা বাজার, টাউন বাজারসহ বিভিন্ন কাঁচামালের ও মাছের বাজার গুলোতে ভিড় ছিল চোখের পড়ার মতো। সেখানে মানা হচ্ছেনা তেমন কোন সামাজিক দূরত্ব। সকাল থেকে প্রধান প্রধান সড়ক গুলোতে মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, রিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্নযান চলাচল করতে দেখা গেছে।

[৪] শহরের বিভিন্ন দোকানপাট ও বিপনী গুলো বাইরের দিক থেকে শাটার বন্ধ করে রাখলেও অনেকেই আবার এক শাটার খুলে বেঁচাকেনা করতে দেখা গেছে। তবে, ভ্রাম্যমান আদালত টিম তাদের চোখে পড়লেই শাটার গুলোসব সাথে সাথেই বন্ধ করে দেয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবার অনেকের কাছ থেকে জরিমানা আদায় করা হচ্ছে।

[৫] এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ৩৪ টি মামলায় ৩০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়