শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টানা ১৩ মৌসুম ৩০+ গোল করার অনন্য রেকর্ড গড়লেন মেসি

রাহুল রাজ: [২]মাত্র দুই মাস পরই ৩৪ বছরে পা রাখবেন লিওনেল মেসি। কিন্ত এই বয়সেও থামার কোন সম্ভাবনা দেখা তো যাচ্ছেই না অপরদিকে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তিনি। এবার টানা ১৩ মৌসুম ধরে ৩০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়লেন এই ক্ষুদে জাদুকর।

[২]এথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ন কোপা দেল রের ফাইনাল ম্যাচেও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। জোড়া গোলে জয়ের সাথে দলকে এনে দিয়েছেন শিরোপা জয়ের স্বাদও।

[৩] কোপার ফাইনালে নিজের প্রথম গোল করার সাথে সাথেই চলতি মৌসুমে ৩০ গোল পূরণ হয় মেসির। এর আগের ১২ মৌসুমেও ৩০ গোল বা তার বেশি করেছিলেন এই ক্ষুদে জাদুকর।

[৪]এরপর জর্দি আলবার এসিস্টে আরও একটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মেসি। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ৩১ এ। এবার সহ টানা ১৩ মৌসুম ৩০ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন মেসি। এর আগে ২০০৮-২০০৯ মৌসুমে প্রথমবারের মতো ৩০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। সেবার ৫১ ম্যাচে ৩৮ গোল করে থেমেছিলেন সময়ের সেরা এই তারকা।

[৫]এরপর থেকে ব্লগ্রানাদের হয়ে সব মৌসুমেই ৩০ গোলের বেশি করেছেন মেসি। সর্বশেষ মৌসুমে ৪৪ ম্যাচে ৩১ গোল করেছিলেন তিনি যা এই সময়ের মধ্যে কোন এক মৌসুমে তার সর্বনিম্ন গোল।

[৬]আরও বিস্ময়কর তথ্য হলো মেসি টানা ১০ মৌসুম ৪০ গোল বা তার বেশি করেছিলেন। এছাড়া নিজের সেরা সময়ে টানা ৩ মৌসুম ৫০ গোল বা তার বেশি করার কৃতিত্বও দেখিয়েছেন এই ক্ষুদে জাদুকর।

[৭]২০১১-২০১২ মৌসুমে বার্সেলোনার হয়ে ৬০ ম্যাচে তার করা ৭৩ গোল এখনো ফুটবল ইতিহাসে কোন এক মৌসুমে করা ব্যাক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড হয়ে আছে। সে মৌসুমে শুধু লা লিগাতেই ৩৭ ম্যাচে মাঠে নেমে সর্বমোট ৫০টি গোল করেছিলেন মেসি।

[৮]মেসির এই সাফল্য শুধু ফুটবলার হিসেবেই তার যোগ্যতার প্রমান রাখে না, এই কীর্তির মাধ্যমে তার ফিটনেস লেভেল সম্পর্কেও জানান দেয়। শুধু গোল করলেই হবে না মেসিকে যে ম্যাচের পর ম্যাচ খেলেও যেতে হবে। এই মৌসুমসহ টানা ১৪ মৌসুম ৪০ ম্যাচের বেশি খেলেছেন এই ক্ষুদে জাদুকর!- ক্লাব ফুটবল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়