শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে সুপারশপে আগুন, ক্ষতি ৩ কোটি টাকা

ডেস্ক নিউজ: রোববার (১৮ এপ্রিল) সকালে শহরের ব্রাহ্মন্দী খালপাড় এলাকার অক্সফোর্ড সুপার শপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সুপার শপ কর্তৃপক্ষ জানান, শনিবার রাত সাড়ে ১০টায় তারা দোকান বন্ধ করে বাসায় চলে যান। রোববার সকালে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। পরে তারা দোকানের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুপার শপের গার্মেন্টস পণ্য, কসমেটিক্স, শিশুদের খেলনা ও খাদ্যদ্রব্যসহ অধিকাংশ মালামাল পুড়ে গেছে। শীতাতপনিয়ন্ত্রিত এই শপের বেশকিছু এসিও আগুনে পুড়ে গেছে।

সুপারশপের মালিক শাহজাহান সিরাজ বুলবুল বলেন, লকডাউনের কারণে আমার তিন ভাইয়ের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সবার পুঁজি সুপার শপে বিনিয়োগ করা হয়। এছাড়া ব্যাংক থেকে লোন নিয়ে ও মালামাল তোলা হয়েছিল। আগুনে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। আর বাকি মালামাল আগুনের তাপে নষ্ট হয়ে গেছে। যা আমরা বিক্রি করতে পারবো না। অগ্নিকাণ্ডে আমাদের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহীন আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সুপার শপের আইপিএস অথবা ফ্রিজ থেকে এই অগ্নিকাণ্ডের সূএপাত হয়েছে। সূত্র: বাংলা নিউজ, দেশ রপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়