শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদী রক্ষায় ‘নৌ থানা’ হবে : ডিআইজি

এম.ইউছুপ রেজা : [২] দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী রক্ষায় নানান উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার সেখানে স্থাপন করা হবে নৌ থানা।

[৩] চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম নৌ পুলিশের এসপি মোমিনুল ইসলাম ভুঁইয়া ও সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে হালদা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

[৪] দেশের নদীগুলোর মধ্যে হালদাই একমাত্র নদী যেখানে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। সরকারের কার্যকরী পদক্ষেপে পোনা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত বছর ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়। সম্প্রতি হালদা নদী রক্ষা করতে রেড জোনগুলোর আটটি পয়েন্টে বসানো হয়।

[৫] সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীকে কেন্দ্র করে একটা নৌ থানা হবে। এ থানাটি কোথায় হবে, কোনও স্থানে হলে সুবিধাজনক হয় মূলত এসব বিষয় যাচাইয়ের জন্য ডিআইজি স্যার এসেছেন। প্রস্তাবিত রাউজান নৌ থানা কোথায় হবে- তা এখনো সিদ্ধান্ত হয়নি।

[৬] তিনি আরও বলেন, হালদা নদী রক্ষা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নৌ পুলিশের অভিযানও নিয়মিত রয়েছে। সামনে মা মাছ ডিম ছাড়বে, তাই আমাদের সর্তকতাও বেড়েছে।

[৭] ৮টি সিসিটিভি ক্যামেরা। এতে প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা খরচ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়