শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদী রক্ষায় ‘নৌ থানা’ হবে : ডিআইজি

এম.ইউছুপ রেজা : [২] দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী রক্ষায় নানান উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় এবার সেখানে স্থাপন করা হবে নৌ থানা।

[৩] চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, চট্টগ্রাম নৌ পুলিশের এসপি মোমিনুল ইসলাম ভুঁইয়া ও সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে হালদা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

[৪] দেশের নদীগুলোর মধ্যে হালদাই একমাত্র নদী যেখানে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। সরকারের কার্যকরী পদক্ষেপে পোনা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গত বছর ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়। সম্প্রতি হালদা নদী রক্ষা করতে রেড জোনগুলোর আটটি পয়েন্টে বসানো হয়।

[৫] সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীকে কেন্দ্র করে একটা নৌ থানা হবে। এ থানাটি কোথায় হবে, কোনও স্থানে হলে সুবিধাজনক হয় মূলত এসব বিষয় যাচাইয়ের জন্য ডিআইজি স্যার এসেছেন। প্রস্তাবিত রাউজান নৌ থানা কোথায় হবে- তা এখনো সিদ্ধান্ত হয়নি।

[৬] তিনি আরও বলেন, হালদা নদী রক্ষা করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমাদের নৌ পুলিশের অভিযানও নিয়মিত রয়েছে। সামনে মা মাছ ডিম ছাড়বে, তাই আমাদের সর্তকতাও বেড়েছে।

[৭] ৮টি সিসিটিভি ক্যামেরা। এতে প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা খরচ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়