শিরোনাম
◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:০৩ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেবিদ্বারে লকডাউন বাস্তবায়নে পুলিশের কুইক রেসপন্স টিমের অভিযান

শাহিদুল ইসলাম: [২] করুণা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার নির্দেশিত কঠোর লকডাউন বাস্তবায়নে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে মাঠে নিয়মিত কাজ করে যাচ্ছে পুলিশের কুইক রেসপন্স টিম।

[৩] কঠোর লকডাউনের চতুর্থ দিনেও কুইক রেসপন্স টিম ছিলো তৎপর। শনিবার বিকেল থেকে দফায় দফায় দেবিদ্বার নিউমার্কেট পান বাজার এলাকা থেকে শুরু করে পুরো নিউমার্কেট এলাকায় (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে একটি টিম সরকার নির্ধারিত সময়ের পরে দোকানপাট বন্ধে ও প্রয়োজনে বাহির হওয়া পথচারীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে আহবান করা হয়। এবং পথচারীদের মধ্যে বিনামূল্যে মাক্স বিতরণ করতে দেখা যায় তাদের।

[৪] দেবিদ্বার উপজেলা সদর ও এর বাইরে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন গ্রামীণ এলাকায় (ওসি) আরিফুর রহমান উপস্থিত থেকে প্রতিদিন পুলিশের কুইক রেসপন্স টিমের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

[৫] ওসি আরিফুর রহমান বলেন, দেশে নোবেল করোনার দ্বিতীয় ঢেউ চলছে। তাই সরকার কঠোর ভাবে লকডাউনের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে আমরা দেবিদ্বার থানার কুইক রেসপন্স টিম কাজ করে যাচ্ছি। জনগণকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়