শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০১:৩৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেজাল পানীয় তৈরির দায়ে গ্রেপ্তার ১

সুজন কৈরী: নারায়ণগঞ্জেরন সোনারগাঁও থানাধীন বড়গাঁও চেয়ারম্যানপাড়া এলাকায় অননুমোদিত একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১। এ সময় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির সময় হাতেনাতে ১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম কবির হোসেন (৩৪)। শনিবার এ অভিযান চালায় র‌্যাব-১১ এর সিপিএসসি’র একটি দল।

ওই কারখানা থেকে তৈরি অবস্থায় বিপুল পরিমান ক্রিস্টাল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লাচ্চি মিল্ক ফ্লেভার ড্রিংকস্, আইস লল্,ী ম্যাংগো জুস, ইন্ডিয়ান গুড়া বিট লবণ, ভেজাল জুস তৈরীর কাজে ব্যবহৃত কেমিক্যাল ও ভেজাল জুস তৈরীর কাজে ব্যবহৃত ফ্লেভার উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কারখানার এমডি রশিদ আলী কৌশলে পালিয়ে যান বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১ সিপিএসসি’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কয়েক বছর ধরে বড়গাঁও চেয়ারম্যানপাড়া এলাকায় সরকারী অনুমোদন না নিয়ে ‘আর এন আর ড্রিংকস এন্ড এগ্রো প্রোডাক্টস’ নামক ফ্যাক্টরী চালানো হচ্ছিলো। ওই ফ্যাক্টরীতে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় ক্রিস্টাল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লাচ্চি মিল্ক ফ্লেভার ড্রিংকস্, আইস ললী, ম্যাংগো জুস, ইন্ডিয়ান গুড়া বিট লবণসহ বিভিন্ন ধরনের ভেজাল পানীয় বিএসটিআই’র অনুমোদন না নিয়েই বিএসটিআই’র লোগো ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিলো। অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরি করে বাজারজাত করা হচ্ছিলো। যা শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।

অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, ওই ফ্যাক্টরীর নামে কোনও ভ্যাট রেজিঃ নেই। তারা কোনও প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সকল অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, গত বছরের ১০ আগষ্ট ওই ফ্যাক্টরীতে অভিযান চালানো হলে কারখানাটি কিছুদিন বন্ধ রেখে আবারও চালু করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়