শিরোনাম
◈ আমাদের মূল দায়িত্ব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা: র‌্যাব মহাপরিচালক ◈ বাইরের চাপের কাছে বাঙালি নতি স্বীকার করে না: প্রধানমন্ত্রী ◈ আওয়ামী লীগ সরকার স্মার্ট লুটপাটের বাজেট দিয়েছে: মির্জা ফখরুল ◈ সংলাপের কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হাইতিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪ ◈ সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে: তথ্যমন্ত্রী ◈ আগামী বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে: বিশ্বব্যাংক ◈ এমন কোনো রাজনৈতিক সংকট তৈরি হয়নি যে জাতিসংঘের হস্তক্ষেপ করতে হবে: কাদের ◈ ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৫, আহত ১৩

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রায়পুরে ৯ লাখ টাকার চিংড়ি রেনু পোনা জব্দ

সুকান্ত মজুমদার : [২] লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ চিংড়ি রেনু পোনা আটক করা হয়েছে। এসময় শাহজাহান নামের ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

[৩] শনিবার রাতে (১৭ এপ্রিল) উপজেলার চরআবাবিল ইউপির উদমারা লাঠিয়াল বাজার থেকে আটক করা হয়। মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আখতার জাহান সাথী।

[৪] এসময় তার সাথে ছিলেন রায়পুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, কোস্টগার্ড, পুলিশ। । রাতেই আ'লীগ নেতা সাজু মোল্লার ঘাট সংলগ্ন মেঘনা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়েছে।

[৫] উপজেলা মৎস অফিস জানায়, ১লা মার্চ হতে আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত-দুই মাস দেশের ৫টি ইলিশ অভয়াশ্রমে (এই অভয়াশ্রম এলাকার মধ্যে রায়পুর উপজেলার মেঘনা নদীর অংশ রয়েছে) ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও অসাধু কিছু জেলে ও ব্যবসায়ী এ অবৈধ কাজে জড়িয়ে পড়ছে।এ কাজে জড়িত থাকায় শাহজাহান নামে ব্যাক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ৫(১) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

[৬] রায়পুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আখতার জাহান সাথী বলেন, মেঘনা নদীতেই অব জনস্বার্থে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়