শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক রাজনীতিক আহমেদ মুসা মারা গেছেন

আতাউর অপু: [২]  সাংবাদিক, নাট্যকার, কথাসাহিত্যিক আহমেদ মুসা (৬৮) গত শনিবার(১৭ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যুক্তরাষ্ট্রে কানসাস সিটিতে থাকতেন। বেশ কিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি।

[৩] তিনি ঢাকার দৈনিক দেশ জনতা, আনন্দপত্র, বাংলা ভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সিনিয়র পদে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ছিল পাগলা ঘোড়ার খুর, নির্বাচিত টিভি নাটক সমগ্র, বুকে দোলে কাশবন, নির্বাচিত গল্প, প্রাণ ধারণের দেশ, সময় যাপনের কাল, প্রান্ত প্রাচীন, দিকভ্রান্ত অর্কেস্ট্রা, আত্মঘাতী সন্ধ্যার কবলে, একান্ত সমকালের, আম-আমেরিকার এক্সরে রিপোর্ট।

[৪]মির্জা ফখরুলের শোক : বিশিষ্ট লেখক ও সাংবাদিক আহমেদ মুসার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

[৫]গতকাল এক শোকবাণীতে বিএনপি মহাসচিব বলেন, আহমেদ মুসার মৃত্যুতে মরহুমের শোকাহত পরিবারের মতো আমিও গভীরভাবে ব্যথিত হয়েছি। মরহুম আহমেদ মুসা একাধারে সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও গবেষক ছিলেন। এছাড়া তিনি জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক হিসেবেও দলের জন্য কাজ করে গেছেন। অনেক জনপ্রিয় নাটক, গল্প এবং রাজনৈতিক ও গবেষণাধর্মী বইয়ের লেখক হিসেবে তিনি ছিলেন সবার কাছে অত্যন্ত পরিচিতজন। বিএনপি মহাসচিব বলেন, তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য সাংবাদিক ও বিশিষ্ট লেখককে হারাল, এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।

[৬]বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম আহমেদ মুসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়