শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৪৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিতাসে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬জন আহত।

তাসীন তিহামী: [২] কুমিল্লার তিতাসে শিয়ালের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬জন আহত হয়েছে। আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার জগতপুর ও মঙ্গলকান্দি-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় একটি শিয়ালকে ক্ষুব্ধ গ্রামবাসী পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়। পরে শিয়ালের কামড়ে আহতদের স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

[৩] আহতরা হলেন, ২য় দশানীপাড়ার শাহ আলম আযাদ এর খালা শামসুন্নাহার (৭৩), সরকারপাড়ার সুজন মিয়ার মেয়ে সানিয়া (৬), মোবারক মিয়ার ছেলে মোঃ বাবু (২২), ১ম গোবিন্দপুরের মফিজুদ্দিনের মেয়ে লিপি আক্তার (১৫), মঙ্গলকান্দি-রায়পুরের কফিলউদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৪০), আমিনউদ্দীনের ছেলে আঃ হক(৬০) ।

[৪] শিয়ালের কামড়ে আহত শামসুন্নাহারের ছেলে শাহ নেওয়াজ আযাদ বলেন, আমার আম্মা নামাজ পড়ার জন্য টিউবওয়েলে ওজু করতে গেলে ওজুরত অবস্থায় দলবদ্ধ শিয়াল আক্রমণ করে আমার আম্মাকে পায়ে কামড়ে আহত করেছে।

[৫] তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডাঃ সরফরাজ হোসেন খান জানান, হাসপাতালে ৪জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টিকা নিয়ে বাড়িতে চলে যায়। বাকিদেরকে আগামীকাল সকালে এসে জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়