শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ বিদেশি ঔষুধ ও মেডিকেল সামগ্রী রাখার অপরাধে এক লাখ টাকা জরিমানা

আফরোজা সরকার: [২] রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বিদেশী মেডিক্যাল প্রোডাক্ট জব্দ ও ধ্বংস করেছে।

[৩] এসময় মাহিন এন্টারপ্রাইজ নামে এক কোম্পানিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে তিয়ানশি বাংলাদেশ নামের একটি কোম্পানি ম্যানেজারকে অবৈধ বিদেশি ঔষুধ ও মেডিকেল সামগ্রী রাখার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা।

[৪] রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ জানায়,গরীর মুলাটোল পাকার মাথা এলাকায় গোপন খবরের সুত্রে মাহির এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বিদেশী মেডিক্যাল প্রোডাক্ট জব্দ করে। প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত মোঃ শাহীন (৫০), পিতা- মৃত আঃ হাকিম, সাং-মারুপারা, থানা- ঘোড়াঘাট, জেলা দিনাজপুর দীর্ঘদিন থেকে আমদানি-রপ্তানির ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ও নিম্নমানের বিদেশী পণ্য লোভনীয় অফার ও প্রতারণার মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে অবৈধভাবে অধিক মুনাফা লাভ করে আসছে। গোপন সূত্রের উক্ত বিষয়টি জেনে শনিবার বিকেলে গোয়েন্দা বিভাগ কোতয়ালী থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ মুলাটোল পাকার মাথা মাহির এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন বিদেশী মেডিক্যাল প্রোডাক্ট বিভিন্ন স্টিকারসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করে ধ্বংস করে।

[৫] নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদ হাসান মৃধা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি মোঃ শাহীন (৫০), পিতা- মৃত আঃ হাকিম ,সাং-মারুপারা, থানা- ঘোড়াঘাট, জেলা দিনাজপুরকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের আদেশ দেন।

[৬] এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ মানুষের সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এই কোম্পানিটি। তবে ভুক্তভোগী ও এলাকাবাসী প্রতারকচক্র এবং কোম্পানির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়