শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

হাকিম ভূঁইয়া: [২] নারায়ণগঞ্জের আড়াইহাজারে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে শনিবার সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরম্পরের করা হামলায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০জন।

[৩] আহতদের মধ্যে কামাল ভূঁইয়া, ইয়াছিন, ফারুক, রকিব, মনজুর হোসেন, রাসেল মজিরুন ও ইসমাইলকে আড়াইহাজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে কামাল ভূঁইয়াকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল (কলেজ) ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার আম পাড়ার জেরে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

[৪] তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকে অভিযোগ দেয়নি। আহত কামাল ভূঁইয়ার ভাই জুলহাস জানান, খাগকান্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য লোকমান হোসেনের ইন্ধনে ৪০ থেকে ৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এতে আমরা প্রতিরোধ গড়ে তোলি। পরে তারা আমাদের লোকজনকে রাস্তায় একাপেয়ে আটক করে মারধর করে।

[৫] তিনি আরও বলেন, কামালের গাছ থেকে আম পেড়ে নিয়ে যায় লোকমানের লোকজন। এনিয়ে প্রতিবাদ করা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিপক্ষের করা হামলায় টেঁটাবিদ্ধসহ তাদের অন্তত ৭জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। এদিকে অভিযোগ অস্বীকার করে ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য লোকমান হোসেন বলেন, গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে আমার ভাতীজা ইয়াছিনকে গত শুক্রবার বিকালে রাস্তায় মারধর করে কামাল ও তার লোকজনেরা।

[৬] এ ঘটনায় প্রতিবাদ করলে শনিবার সকাল ৯টার দিকে কামাল তার দলবল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ থেকে ১২জন লোক আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়