শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন নিষেধাজ্ঞার প্রতিউত্তরে পাল্টা নিষেধাজ্ঞারোপের ঘোষণা দিলো রাশিয়া

লিহান লিমা: [২] মস্কো বলেছে, তারা ১০ মার্কিন কর্মকর্তাকে বহিষ্কার করাসহ রাশিয়াতে মার্কিন এনজিওগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা দেবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করতে এই নিষেধাজ্ঞাগুলো কার্যকর করা হবে। আল জাজিরা

[৩]মার্কিন এফবিআই প্রধান ক্রিস্টোফার অরি, জাতীয় তদন্ত সংস্থার পরিচালক এভ্রিল হেইনস, মার্কিন অ্যাটর্নী জেনারেল মিরিক গারল্যান্ড ও স্বরাষ্ট্র নিরাপত্তা বিশেষজ্ঞ আলেজান্দ্রো মায়োরকাসের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। বাকিরা রাশিয়ায় প্রবেশে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।

[৪]এর আগে বৃহস্পতিবার মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ, সাইবার হামলা ও অন্যান্য শত্রুতামূলক কার্যক্রমের অভিযোগে ১০ রুশ কূটনৈতিককে বহিষ্কার করাসহ দেশটির ওপর কিছু আর্থিক নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ‘হত্যাকারী’ মন্তব্য করার পর দুই দেশেই দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করে।

[৫]ল্যাভরভ সাংবাদিকদের বলেন, ‘আমরা পাল্টাপাল্টি পদক্ষেপ নেবো। ১০জন মার্কিন কূটনৈতিককে রাশিয়া ছাড়তে বলা হয়েছে।’

[৬] সেই সঙ্গে রাশিয়ার মার্কিন দূতাবাসগুলোকে রুশ বা বিদেশী কর্মী নিয়োগে বিধি-নিষেধ দেয়া হয়েছে। যাতে রাশিয়ায় মার্কিন কূটনৈতিক মিশনে নিষেধাজ্ঞা দিলে কেবলমাত্র মার্কিনিরাই ক্ষতিগ্রস্ত হয়। ইতোমধ্যেই রুশ নিষেধাজ্ঞা পর দেশটিতে মার্কিন দূতাবাসে ভিসা প্রসেসিংসহ দূতাবাসের সেবা কিছুটা হিমশিম খাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়