শিরোনাম
◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট, প্রথমদিনেই বাতিল অর্ধেক

মহসীন কবির ও শরীফ শাওন: [২] শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, বিভিন্ন দেশের ১৪টি নির্ধারিত ফ্লাইট থাকলেও নানা কারণে ইতোমধ্যে ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

[৩] তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমানের আসা-যাওয়াসহ ৫টি এবং আরব আমিরাতের বাজেট এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ের ২টি।

[৪] পাঁচ দেশের আট গন্তব্য হলো, সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, ওমানের রাজধানী মাস্কাট, কাতারের রাজধানী দোহা ও সিঙ্গাপুর।

[৫] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, এ পর্যন্ত মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে, সন্ধ্যায় জেদ্দা যাওয়ার ফ্লাইটটির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বাতিল হওয়ার ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, সোয়া ৬ টার রিয়াদগামী, ২টা ৫০ মিনিটের দাম্মামগামী, ৪টা ৪৫ মিনিটের ও ৫টা ১৫ মিনিটের দুটি ডুবাইগামী ফ্লাইট।

[৬] তিনি বলেন, প্রথম ফ্লাইটের ২০১জন যাত্রীকে আমরা হোটেলে রাখা হয়েছে, পরবর্তী ফ্লাইটে তাদের পাঠানোর চেষ্টা করছি। বাকি ফ্লাইটগুলো বাতিলের বিষয়ে যাত্রীদের মোবাইলে বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। দ্রুতই এসকল ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

[৭] এদিকে সকালের রিয়াদগামী ফ্লাইট বাতিলের কারণে যাত্রীরা ভোররাতে বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়