শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট, প্রথমদিনেই বাতিল অর্ধেক

মহসীন কবির ও শরীফ শাওন: [২] শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, বিভিন্ন দেশের ১৪টি নির্ধারিত ফ্লাইট থাকলেও নানা কারণে ইতোমধ্যে ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

[৩] তিনি বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমানের আসা-যাওয়াসহ ৫টি এবং আরব আমিরাতের বাজেট এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ের ২টি।

[৪] পাঁচ দেশের আট গন্তব্য হলো, সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, ওমানের রাজধানী মাস্কাট, কাতারের রাজধানী দোহা ও সিঙ্গাপুর।

[৫] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, এ পর্যন্ত মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে, সন্ধ্যায় জেদ্দা যাওয়ার ফ্লাইটটির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বাতিল হওয়ার ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, সোয়া ৬ টার রিয়াদগামী, ২টা ৫০ মিনিটের দাম্মামগামী, ৪টা ৪৫ মিনিটের ও ৫টা ১৫ মিনিটের দুটি ডুবাইগামী ফ্লাইট।

[৬] তিনি বলেন, প্রথম ফ্লাইটের ২০১জন যাত্রীকে আমরা হোটেলে রাখা হয়েছে, পরবর্তী ফ্লাইটে তাদের পাঠানোর চেষ্টা করছি। বাকি ফ্লাইটগুলো বাতিলের বিষয়ে যাত্রীদের মোবাইলে বার্তা জানিয়ে দেওয়া হয়েছে। দ্রুতই এসকল ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

[৭] এদিকে সকালের রিয়াদগামী ফ্লাইট বাতিলের কারণে যাত্রীরা ভোররাতে বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়