শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে কোভিড সংক্রমের ঝুঁকিতে থাকা ব্যক্তিরা মানছেন না স্বাস্থ্য সুরক্ষা

মঈন উদ্দীন: [২] সারা দেশের মত করোনা সংক্রমণ প্রতিরোধে রাজশাহীতেও চলছে ‘কঠোর লকডাউন’। ওষুধ ও জরুরি পণ্যের দোকান ছাড়া শপিংমলসহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। তবে জরুরি প্রয়োজনে কিংবা কৌতুহলি হয়ে বের হচ্ছেন অনেকেই।

[৩] চিকিসকদের মতে, করোনার সংক্রমণ ঝুঁকিতে বেশি রয়েছেন পঞ্চাশোর্ধ ব্যক্তিরা। কিন্তু চলমান লকডাউনে এই শ্রেণির মানুষেরাই বেশি স্বাস্থ্য সুরক্ষার ব্যত্যয় ঘটাচ্ছেন। ঘরের বাইরে এসে এদের অনেকই মাস্ক পরছেন না, মাস্ক যভাযথভাবে পরছেন না কিংবা সামাজিক দূরত্বও মানছেন না। বাজারে সবজি কিনতে, মসজিদে নামাজ আদায়ে ইফতার সামগ্রি কিনতে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কোনো আগ্রহই দেখাচ্ছেন না তারা। এতে করোনা সংক্রমণ ঝুকি বাড়ছেই।

[৪] নগরীর বিভিন্ন এলাকার কাঁচাবাজার, ইফতার ও খাদ্যপণ্যের দোকানস ফার্মেসী ও মসজিদ ঘুরে দেখা গেছে, এসব জায়গায় ৫০ উর্ধের ব্যক্তিরাই বেশি যাচ্ছেন। প্রশাসনিক কড়াকড়ির কারণে চলাচলের সময় মাস্ক ব্যবহার করলেও কিছুক্ষণ পরপর অনেকেই মাস্ক খুলছেন। অনেক সময় মাস্ক খুলেই কথা বলছেন। সেক্ষেত্রেও বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষা মানার ক্ষেত্রে অনীহা দেখা গেছে। । তাদের খুব কমজনই মাস্ক পরেছিলেন। আর সামাজিক দূরত্ব মানার কোনো বালাই ছিল না।

[৫] বয়স্কদের বাইরে বের হওয়ার বিষয়ে একাকীত্বকে দায়ী করছেন মনোবিজ্ঞানীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা সুলতানা সাংবাদিকদের জানান, বয়স্করা সাধারণত সব সময় সঙ্গী খুঁজতে থাকেন।

[৬] তারা গল্প আড্ডা দিতে বেশি পছন্দ করেন। তারা ঘরবন্দি আবদ্ধ জীবন যতটা সম্ভব পরিহার করতে চান। ঘরের মধ্যে নিজেকে অসহায় ভাবে। এতে তারা হয়তো বাজারে যাচ্ছেন।

[৭] এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, সরকার যে নির্দেশনা দিয়েছে সেভাবেই লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। তবে এবার মসজিদ কিংবা বয়স ভেদে কোনো নির্দেশনা নেই।

[৮] আর এবার সংক্রমণটা যুবকদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে। তবে অসুস্থ ব্যক্তি ছাড়া সবাই মসজিদে যেতে পারবে। মসজিদগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়