শিরোনাম

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০২:৪০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রাজেনেকা ও জনসনের টিকা রক্ত জমাট বাঁধায় ধনি দেশগুলোর বিকল্প থাকলেও বিপদে দরিদ্র দেশ

আসিফুজ্জামান পৃথিল: [২]অতিরিক্ত ভ্যাকসিন দরিদ্র দেশে দান করার আহ্বান জাতিসংঘ, বিশ^ব্যাংক ও গাভি অ্যালায়েন্সের।

[৪] ধনী দেশগুলো নিজেদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভ্যাকসিন কিনে রেখে দিয়েছিলো গবেষণার সময়েই। এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো গবেষণারত প্রতিটি ভ্যাকসিনই কিনেছিলো। ফলে যখন দুটি কোম্পানির ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে, তখন তারা বিপদের শঙ্কা দেখছে না। সিএনএন

[৫] তবে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি সত্য নয়। অধিকাংশ দেশই একটি ভ্যাকসিনের উপর নির্ভর করছে। বিশেষত যেসব দেশের আর্থিক সঙ্গতি কম, তাদের জন্য আশার আলো হয়ে এসেছিলো অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এছাড়াও জাতিসংঘের কোভ্যাক্স প্রকল্পের জন্যও বেঁছে নেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকাকেই।

[৬] যেসব দেশ কোভ্যাক্স প্রকল্পের উপর নির্ভর করছিলো, তাদের হাতে অন্য কোনও বিকল্প নেই। আগে থেকে ধনি দেশগুলোর অর্ডার থাকায় অন্য কোম্পানিগুলোও এখনই সরবরাহ করতে পারবে না। ফলে বিপদে পড়ে গেছে এসব দেশ।

[৭] এদিকে গাভি আয়োজিত এক ভার্চুয়াল কনফারেন্সে ৩ বৈশি^ক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ধনী দেশগুলোকে অতিরিক্ত ভ্যাকসিন দান কর্মসূচী নেওয়ার আহ্বান জানান। এছাড়াও তারা কোভ্যাক্স কর্মসূচীতে আরও ২০০ কোটি ডলার তহবিলের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়