শিরোনাম

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড রোগীদের জন্যে বিনামূল্যে ১শ টন অক্সিজেন দিচ্ছেন আম্বানি

রাশিদুল ইসলাম : [২] ভারতের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিখরচায় গুজরাতের জামনগর থেকে মহারাষ্ট্রে অক্সিজেন সরবরাহ করছে। ভারতের এ রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডে টুইট করেছেন, রিলায়েন্স থেকে অক্সিজেন গ্যাস পাবে মহারাষ্ট্র। ঘটনাচক্রে মুকেশ থাকেন মুম্বাইয়ে। সেখানে তার কোম্পানির সদর অফিসও। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতের একাধিক রাজ্যেই অক্সিজেনের অভাবে, হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় করোনা রোগীরা মারা যাচ্ছেন বলে স্থানীয় মিডিয়া দাবি করছে।

[৪] রিলায়েন্সের ওই কর্মকর্তা জানিয়েছেন, তারা তাদের পেট্রোলিয়াম কোক গ্যাসিফিকেশনের জন্য বরাদ্দ কিছুটা অক্সিজেন মেডিকেল বা চিকিৎসায় ব্যবহারের উপযোগী করে তোলার পর সরবরাহ করছেন।

[৫] ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনও তাদের কেরালের কোচির সংশোধনাগারে ২০ টন অক্সিজেন মজুত করেছে, যা তারা চিকিৎসার কাজে ব্যবহারের জন্য বটলারদের সরবরাহ করা হচ্ছে।

[৬] ভারতের সংশোধনাগারগুলি সীমিত পরিমাণে শিল্পের কাজে ব্যবহৃত অক্সিজেন তৈরি করতে পারে এয়ার সেপারেশন প্ল্যান্টে। ওই প্ল্যান্ট নাইট্রোজেন উৎপাদনের জন্য। চিকিৎসার কাজে ব্যবহৃত অক্সিজেন পেতে কার্বন ডাই অক্সাইডের মতো অন্য গ্যাস নিষ্কাশন করে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়