শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:২৩ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র ও অস্বচ্ছল প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ হস্তান্তর

রিয়াজুর রহমান : বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধা সাড়ে ৭টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম নগরীর টাইগার পাস বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।

এতে প্রায় ৩০০ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার সম্বলিত প্যাকেট দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে হস্তান্তর করেন। একটি প্যাকেটে ৭ কেজি চাল,১ কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল,২ কেজি আলু, একটি সাবান সামগ্রী আছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতকাল (১৪ এপ্রিল) থেকেই আমরা ত্রাণ বিতরন শুরু করেছি ঐদিন রাতে কিছু দুস্থ মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ দেয়া হয়। আজকে প্রায় ৩০০ পরিবারের কাছে ত্রান দেয়া হয়।আমাদের পর্যাপ্ত ত্রান মজুদ আছে। প্রতিদিনই আমরা গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল৷,স্টাফ অফিসার টু ডি সি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক,এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা,ডিআরআরও সজীব চক্রবর্তী, জেলা নাজির জামাল উদ্দিন এবং এনজিও স্বেচ্ছাসেবক বেটার ফিউচার বাংলাদেশ, পুর্বাশার আলো, ত্রিনমুল নাট্যদলসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়