শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড সংক্রমণ বৃদ্ধিতে ভারতীয় রুপি এশিয়ার দুর্বলতম মুদ্রা

রাশিদ রিয়াজ : মাত্র দুই সপ্তাহে এশিয়ার সেরা থেকে দুর্বলতম মুদ্রায় পরিণত হয়েছে ভারতীয় রুপি। সারা ভারত জুড়ে নতুন করে কোভিড সংক্রমণ ও পণ্য মূল্য বৃদ্ধি রুপিকে নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। ব্যাংক অব ইন্ডিয়া তারল্য সংকটের দিকে ইঙ্গিত করে বলছে রুপির সংকট আরো গভীর হতে পারে। আগের ত্রৈমাসিকেও রুপি মুদ্রামানের দিক থেকে ভাল অবস্থানে ছিল। রুপির এ নাজুক অবস্থা ভারতের অর্থনীতিকে বেকায়দা ফেলে দিয়েছে। গত আট মাসে এই প্রথমবারের মত প্রতি মার্কিন ডলারের বিনিময়ে ৭৫ রুপিতে নেমেছে। এ বছরের শেষ নাগাদ তা ডলারের বিপরীতে ৭৬ রুপিতে নামতে পারে বলে ফেডারেল ব্যাংক লিমিটেড আশঙ্কা করছে। দি প্রিন্ট।

ডলারের বিপরীতে ভারতীয় রুপির এমন অবমূল্যায়নে অনিচ্ছাকৃত মুদ্রা ঘাটতির পরিমান দাঁড়িয়েছে অন্তত ৫০ বিলিয়ন ডলার। কোভিড সংক্রমণ মোকাবেলায় মানুষের চলাচলে বিধি নিষেধ, কোথাও কোথাও আংশিক লকডাউন আরোপ ভারতের অর্থনৈতিক গতিবিধিকে অনেকটা স্থবির করে দেওয়ায় রুপির তেজীভাব হ্রাস পায়। অর্থনীতিতে চাহিদার ব্যাপক হ্রাস পাওয়ায় গত সাত দশকের মধ্যে ভারতীয় অর্থনীতি এখন সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে। মুম্বাইতে ফেডারেল ব্যাংক লিমিটেডের হেড অব ট্রেজারি ভি লক্ষণন বলেন আমরা যা আশা করেছিলাম অর্থনীতি তার চেয়ে অনেক বেশি প্রভাবিত হয়ে পড়েছে। কোভিডের কারণেই নেতিবাচক প্রভাব পড়ছে।

গত এপ্রিলে ডলারের বিপরীতে রুপি ২.৬ শতাংশ অবমূল্যায়িত হয়। প্রথম ত্রৈমাসিকের শেষে রুপির অবমূল্যায়ন ঘটে আরো শূণ্য দশমিক ১ শতাংশ। অথচ গত তিনমাসে অর্থনৈতিক পুনরুদ্ধারে গতি সৃষ্টি হওয়ায় অন্যান্য এশীয় মুদ্রার তুলনায় রুপির অবস্থান বেশ শক্তিশালী ছিল। প্রবল বৈদেশিক মুদ্রার প্রবাহও ছিল। এখন রুপীর এ ধরনের অবমূল্যায়নে ব্যবসায়ীরা উদ্বেগ জানাচ্ছেন। পণ্যমূল্য বৃদ্ধির কারণে আর্থিক ঘাটতির পরিমান আরো বাড়বে। তারল্য প্রবাহেও জট লাগছে। তারপরও বার্কলেস পিএলসি আশা করছে ভারতের রিজার্ভ ব্যাংক তার বিশাল মজুদ ব্যবহার করে রুপিকে রক্ষা করবে। এফএক্স প্রধান ও বাজার কৌশল নিয়ে গবেষক আশীষ আগারওয়াল বলেন রিজাভ ব্যাংক অব ইন্ডিয়া মজুদ থেকে ডলার বিক্রি করে রুপির অবমূল্যায়নের রাশ টেনে ধরবে। আশীষ আশা করেন এর ফলে চলতি বছরের শেষ নাগাদ প্রতি ডলারের বিপরীতে ৭৩ রুপিতে শীঘ্রই দাঁড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়