শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোভিড সংক্রমণ বৃদ্ধিতে ভারতীয় রুপি এশিয়ার দুর্বলতম মুদ্রা

রাশিদ রিয়াজ : মাত্র দুই সপ্তাহে এশিয়ার সেরা থেকে দুর্বলতম মুদ্রায় পরিণত হয়েছে ভারতীয় রুপি। সারা ভারত জুড়ে নতুন করে কোভিড সংক্রমণ ও পণ্য মূল্য বৃদ্ধি রুপিকে নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। ব্যাংক অব ইন্ডিয়া তারল্য সংকটের দিকে ইঙ্গিত করে বলছে রুপির সংকট আরো গভীর হতে পারে। আগের ত্রৈমাসিকেও রুপি মুদ্রামানের দিক থেকে ভাল অবস্থানে ছিল। রুপির এ নাজুক অবস্থা ভারতের অর্থনীতিকে বেকায়দা ফেলে দিয়েছে। গত আট মাসে এই প্রথমবারের মত প্রতি মার্কিন ডলারের বিনিময়ে ৭৫ রুপিতে নেমেছে। এ বছরের শেষ নাগাদ তা ডলারের বিপরীতে ৭৬ রুপিতে নামতে পারে বলে ফেডারেল ব্যাংক লিমিটেড আশঙ্কা করছে। দি প্রিন্ট।

ডলারের বিপরীতে ভারতীয় রুপির এমন অবমূল্যায়নে অনিচ্ছাকৃত মুদ্রা ঘাটতির পরিমান দাঁড়িয়েছে অন্তত ৫০ বিলিয়ন ডলার। কোভিড সংক্রমণ মোকাবেলায় মানুষের চলাচলে বিধি নিষেধ, কোথাও কোথাও আংশিক লকডাউন আরোপ ভারতের অর্থনৈতিক গতিবিধিকে অনেকটা স্থবির করে দেওয়ায় রুপির তেজীভাব হ্রাস পায়। অর্থনীতিতে চাহিদার ব্যাপক হ্রাস পাওয়ায় গত সাত দশকের মধ্যে ভারতীয় অর্থনীতি এখন সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে। মুম্বাইতে ফেডারেল ব্যাংক লিমিটেডের হেড অব ট্রেজারি ভি লক্ষণন বলেন আমরা যা আশা করেছিলাম অর্থনীতি তার চেয়ে অনেক বেশি প্রভাবিত হয়ে পড়েছে। কোভিডের কারণেই নেতিবাচক প্রভাব পড়ছে।

গত এপ্রিলে ডলারের বিপরীতে রুপি ২.৬ শতাংশ অবমূল্যায়িত হয়। প্রথম ত্রৈমাসিকের শেষে রুপির অবমূল্যায়ন ঘটে আরো শূণ্য দশমিক ১ শতাংশ। অথচ গত তিনমাসে অর্থনৈতিক পুনরুদ্ধারে গতি সৃষ্টি হওয়ায় অন্যান্য এশীয় মুদ্রার তুলনায় রুপির অবস্থান বেশ শক্তিশালী ছিল। প্রবল বৈদেশিক মুদ্রার প্রবাহও ছিল। এখন রুপীর এ ধরনের অবমূল্যায়নে ব্যবসায়ীরা উদ্বেগ জানাচ্ছেন। পণ্যমূল্য বৃদ্ধির কারণে আর্থিক ঘাটতির পরিমান আরো বাড়বে। তারল্য প্রবাহেও জট লাগছে। তারপরও বার্কলেস পিএলসি আশা করছে ভারতের রিজার্ভ ব্যাংক তার বিশাল মজুদ ব্যবহার করে রুপিকে রক্ষা করবে। এফএক্স প্রধান ও বাজার কৌশল নিয়ে গবেষক আশীষ আগারওয়াল বলেন রিজাভ ব্যাংক অব ইন্ডিয়া মজুদ থেকে ডলার বিক্রি করে রুপির অবমূল্যায়নের রাশ টেনে ধরবে। আশীষ আশা করেন এর ফলে চলতি বছরের শেষ নাগাদ প্রতি ডলারের বিপরীতে ৭৩ রুপিতে শীঘ্রই দাঁড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়