শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] দেশে কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর ৪০৪তম দিনে এপর্যন্ত একদিনে করোনায় ৯৪ জনের মৃত্যু হয়েছে, এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে গতকাল বুধবার সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার এতথ্য জানালেন বিজ্ঞপ্তিতে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষায় চার হাজার ১৯২ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।

[৩] সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৮ লাখ ১১ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৩ লাখ চার হাজার ১৬০টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৫৭২টি নমুনা।

[৪] এর মধ্যে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯১৫ জনসহ মোট ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ।

[৫] গত ২৪ ঘণ্টায় যে ৯৪ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে জন ৬৪ জন পুরুষ ও ৩০ জন নারী। তাদের মধ্যে ৯০ জন হাসপাতালে ও চার জনের বাড়িতে মারা গেছেন। এপর্যন্ত মারাগেছেন, ১০ হাজার ৮১ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৩ শতাংশ।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত সাত হাজার ৪৯৯ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৪ দশমিক ৩৯ শতাংশ এবং দুই হাজার ৫৮২ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৫ দশমিক ৬১ শতাংশ।

[৭] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিন জন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন এবং ষাটোর্ধ্ব ৫২ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ছয় জন, খুলনা বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন, সিলেট বিভাগে এক জন ও রংপুর বিভাগে এক জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়