শিরোনাম

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধের দ্বিতীয় দিন: যাত্রীর ‘মুভমেন্ট পাস’ নেই, শাস্তি হলো রিকশাচালকের (ভিডিও)

শিমুল মাহমুদ : [২] রিকশা চালক রফিকুল। মোহাম্মদপুর থেকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন ধানমন্ডির ঝিগাতলায়। আবহানী মাঠের কাছে আসতেই পুলিশ চেকপোষ্টে আটকে পরেন। দায়িত্বরত পুলিশ যাত্রীর কাছে ‘মুভমেন্ট পাস’ চাইলে তিনি দেখাতে পারেন নি।

[৩] জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ যাত্রীকে হেঁটে যেতে বললেও রিকশাচালক রফিকুলকে ছাড়েন নি। রাস্তার পাশে রিকশা উল্টে রাখতে বলা হয় এবং তিনি রাখেন। রফিকুলের মতো এখানে আরো ১০ থেকে ১২ জন রিকশা চালকের শাস্তি হয়েছে একই কারণে।

[৪] বয়সের ভারে দেহ ন্যুব্জ হয়ে পড়া রিকশাচালক রমজান আলি। জানতে চাইলে তিনি বলেন, ‘যাত্রীর মুভমেন্ট চায়, না দিতে পারলে গাড়ি উল্টে দেয়। ঘন্টাখানেক হইছে ছাড়ে না। রিকশাওয়ালা বলেন, রিকশা না চালাইতে দিলে খাবো কি?

[৫] বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি আবহানীর মাঠে পাশে পুলিশ চেকপোষ্টে এ ধরণের ঘটনা ঘটতে দেখা যায়। মুভমেন্ট পাস না থাকা ব্যক্তিকে শাস্তি না দিয়ে রিকশাচালককে কেনো এমন প্রশ্নে দায়িত্বরত পুলিশ বলেন, আমাদের পক্ষ থেকে লকডাউন মানাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যথাযথ কারণ ছাড়া আমরা কাউকে যাতায়াত করতে দিচ্ছি না। উনাদের কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হবে।

[video width="640" height="368" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/04/video-1618468219.mp4"][/video]

  • সর্বশেষ
  • জনপ্রিয়