আসিফুজ্জামান পৃথিল, আখিরুজ্জামান সোহান: [২]অবশেষে শেষ হতে যাচ্ছে মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ। এই ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার আর কোনও কারন নেই, দেশটি পুনঃনির্মানে আফগান জনগনদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ দেওয়া উচিৎ। সিএনএন
[৩] বাইডেন জানান, প্রত্যাহার পরবর্তী সময়ে আফগানিস্তানে সেনা মোতায়েনের আর কোনও পরিকল্পনা নেই তার প্রশাসনের। জানা গেছে, কোনও শর্ত সাপেক্ষে এই সেনা প্রত্যাহারের ঘটনা ঘটবে না। বিনা শর্তেই নিজ দেশে ফিরবেন মার্কিন সেনারা।
[৪] ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে হামলা চালানো হয় ছিনতাই করা ৪টি যাত্রীবাহী বিমান দিয়ে। এরজন্য ওসামা বিন লাদেনকে দায়ী করে তাকে আশ্রয়দানকারী আফগানিস্থানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন জর্জ ডাব্লিউ বুশ। এনবিসি
[৫] এদিকে মাজার-ই-শরিফের কাছে অবস্থিত বলখ জেলার ছায়া তালিবান মেয়র হাজি হেকমত বিবিসি’র কাছে নিজেদের জয় দাবি করেছেন। তিনি বলেন, মার্কিনিরা আফগানিস্তানে কুকুরের মতো মার খেয়ে এখন লেজ গুটিয়ে পালাচ্ছে। যাবার আগে তাদের উচিৎ নিজেদের পরাজয় ঘোষণা করে এরপর ফিরে যাওয়া।