জুলফিকার আমীন: [২] মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে উপজেলার তুষখালী বাজার টাওয়ার এলাকায় উত্তম কর্মকার চানু (৫৬) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও নগদ টাকা লুটে নিয়েছে ৪/৫ জনের একটি অজ্ঞাত দুর্বৃত্তের দল। এ ঘটনায় ওই ব্যবসায়ির মেয়ে সম্পা রানী বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বুধবার সকালে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
[৩] স্থানীয় সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাতে তুষখালী বাজারের উত্তম জুয়েলার্স এর স্বত্তাধিকারী উত্তম কর্মকার দোকান বন্ধ করে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে টাওয়ার সংলগ্ন ব্রিজের কাছে আসলে মোটরসাইকেল নিয়ে ওঁৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে পরে যান। এসময় দুর্বত্তরা ওই ব্যবসায়ীর সাথে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও ৫/৬ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
[৪] স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
[৫] এদিকে বুধবার সকালে পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আসাদ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
[৬] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তুষখালী গ্রামের মোকছেদ মিয়ার ছেলে মামুন (২৫) কে আটক করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী