শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহ কালীগঞ্জে কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন

ফিরোজ আহম্মেদ: [২] সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জে শুরু হয়েছে সরকার ঘোষিত ১ সপ্তাহের কঠোর লকডাউন। সকাল থেকেই বন্ধ রয়েছে স্থানীয় ও দুরপাল্লার সকল প্রকার গণপরিবহন। বন্ধ রাখা হয়েছে ঔষধ, মুদিখানা, কাঁচাবাজার ও খাদ্যের দোকান ব্যতীত সকল দোকান-পাট।

[৩] বুধবার সকাল থেকে লকডাউন কার্যকরে মাঠে রয়েছে পুলিশ। উপজেলা শহরের বিভিন্ন জায়গা নিমতলা বাসস্ট্যান্ড,কাঁচা বাজার,মেইন বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সরকারের ১৮ দফা নির্দেশনা কার্যকর ও সর্বস্তরের মানুষকে সচেতন করতে সকালে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

[৪] অন্যদিকে গ্রাম্য বাজারে সঠিক ভাবে মানা হচ্ছে এই নিয়ম।

[৫] মুখে মাস্ক নেই ক্রেতা বিক্রেতা কারো,চলছে অবাধে তাদের চলাচল।উল্ল্যেখ্য বুধবার বিকালে দুলাল মুন্দিয়া বাজার,সেখানে গিয়ে দেখা গেল স্বাস্থ্যহীন পরিবেশে চলছে বাজার।

[৬] করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বুধবার কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা কর্তৃক কালীগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে ।

[৭] এসময় সরকারি নির্দেশনা না মানার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়। কালীগঞ্জ থানার ওসি মোঃ মাহফুজুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এই লকডাউনে অযথা শহরে ঘোরাঘুরি না করতে ও জরুরী প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষকে মুখে মাস্ক পরতে ও স্বাস্থ্য বিধি মানতে নানা পরামর্শ দেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়