শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা সংক্রমনরোধে কলাপাড়ায় লকডাউন: তিন ব্যবসায়িকে অর্থদন্ড

উত্তম কুমার: করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় সাত দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার দুপুরের দিকে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে টিংকু মূর্খাজীকে পাঁচ হাজার টাকা, মোকছেদুল এবং মো.অলিউল্লাহকে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। এ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমন নিয়ন্ত্রনে লকডাউনে যথার্থভাবেই মানা হচ্ছে। প্রয়োজনীয় পরিবহন ছাড়া অন্যন্যা যানবাহন চলাচলসহ বাজারের বিভিন্ন শপিং মল বন্ধ রয়েছে। এর ফলে লোকজনের সংখ্যাও অনেক কম। এছাড়া কুয়াকাটা-কলাপাড়া মহাসড়ক ও বাস স্টেশনের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল অব্যাহত রয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,করোনার ভয়াবহতায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কলাপাড়া থানা পুলিশ মাঠে কাজ করছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, লকডাউনের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়িকে অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়