শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু

আবু নাসের হুসাইন: [২] করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে আজ বুধবার থেকে শুরু হয়েছে সরকার ঘোষিত ৮দিনের কঠোর লকডাউন। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের সালথায় সকাল থেকে লকডাউন শুরু হয়েছে। যা চলবে ২১ এপ্রিল মধ্যেরাত পর্যন্ত। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না।

[৩] উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কঠোর লকডাউন কার্যকর করতে বিভিন্ন স্থানে তৎপর রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় ও রাস্তায় বের হবার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। জরুরী সেবার সাথে যারা সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করে অন্যদের ফিরিয়ে দিচ্ছে।

[৪] সালথা বাজারের এক ব্যবসায়ী জানান, সকাল ৯টায় নিত্যপন্যের দোকান খুলে বসে আছি। কিন্তু ক্রেতা তেমন নেই। তিনটা বাজলেই দোকান বন্ধ করে দিবো।

[৫] সালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে। হোটেল বা রেষ্টুরেন্ট দুপুর বারোটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। আর বাকি সব দোকান বন্ধ রয়েছে। বাজারে ক্রেতা খুব কম আসছে।

[৬] এদিকে লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলার গ্ররুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সর্বক্ষণ টহলে আছে। অতি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না বলে সালথা থানা পুলিশের পক্ষ থেকে জানিয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়