শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঠোর লকডাউন কার্যকর করতে শেরপুর উপজেলা প্রশাসনের অভিযান

আবু জাহের:[২] করোনার প্রাদুর্ভাব কমাতে বুধবার ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন (বিধিনিষেধ) শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। ভোর থেকে বগুড়ার শেরপুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল কঠোর লকডাউন কার্যকর করার জন্য উপজেলা প্রশাসন বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় প্রসাশন যানবাহন চেক করছেন। এসব চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে।

[৩] যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেয়া হচ্ছে। পন্যবাহী ট্রাকগুলো চলাচল করতে দেখাগেছে। যে সকল গাড়িগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা বিকল্প রাস্তা দিয়ে চলছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় প্রশাসন অভিযান পরিচালান করে।

[৪] সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা সারমিন বলেন, কঠোর লকডাউন কার্যকর করতে জনসাধাণকে সতর্ক করা হচ্ছে। এবং সরকারি বিধি নিষেধ মানতে বলা হচ্ছে।অতিরিক্ত পুলিম সুপার গাজিউর রহমান বলেন, বুধবার থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে এবার কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। এজন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেয়া হবে না।

[৫] উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত ইউএনও মাঈনুল ইসলাম বলেন, কঠোর লকডাউন কার্যকর করতে উপজেলা প্রসাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছে এ সময় ১ জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান প্রমুখ।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়