শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবসর ভাতা পাচ্ছেন ৬৪২ বেসরকারি শিক্ষক-কর্মচারী

শরীফ শাওন: [২] বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে ২৬ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৩২৯ টাকা ছাড় দেয়া হয়েছে। এ অর্থ মঙ্গলবার নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়। অনলাইন ব্যবস্থায় EFT এর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে।

[৩] মঙ্গলবার ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমস্ত শিক্ষক-কর্মচারী ২০১৯ সালের ৩০ জুনে আবেদন জমা দিয়েছেন তাদের টাকা ছাড় করা হয়েছে। একই সময়ে আবেদন করা মৃতদের নমিনি যারা পরবর্তীতে দ্রুত অর্থ পাওয়ার আবেদন করেছেন তাদের অর্থ ছাড় করা হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কষ্টের কথা বিবেচনা করে করোনা মহামারিসহ শত প্রতিকূলতার মধ্যেও কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের সঞ্চিত অর্থ হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৫] সদ্য করোনা থেকে মুক্তি পাওয়া কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু আজ অফিসে উপস্থিত হয়ে এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন। এসময় তিনি বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্তির জন্য সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়