মো. মামুন মোল্লা: [২] ঢাকার সাভারের আশুলিয়ার কুরগাঁও বটতলা এলাকায় অনুমোদনবিহীন একটি ভবন রাজউকের নিষেধাজ্ঞা এবং আদালতে পিটিশন মামলায় আদালতের ১৪৫ ধারা (শান্তিশৃংখলা বজায় রাখা) নির্দেশনা এবং রাজউক কর্তৃক নোটিশ টাঙ্গিয়ে দেবার পরও অনুমোদনহীন ভবন মালিক মোঃ মিলন মিয়া তার ভবনের কাজ অব্যাহত রেখেছেন।
[৩] এব্যাপারে বাদী হাজী হেলাল উদ্দিন নুর করিম জানান, একেতো আমার প্রতিবেশী মোঃ মিলন মিয়া প্ল্যান পাস ছাড়াই ভবন নির্মান করছেন, পাশাপাশি বিল্ডিং কোড না মানায় আমার জায়গায় তার বাউন্ডারি ওয়াল টানায় আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এজন্য আমি আদালতে পিটিশন মামলা করেছি। কিন্তু মোঃ মিলন মিয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন। আমি এর প্রতিকার চাই।
[৪] বিবাদী মো.মিলন মিয়া বিদেশে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
[৫] এব্যাপারে, রাজউক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ জানান, আমরা নিষেধাজ্ঞা দিয়েছি, সেটা অমান্য করলে পর্যায়ক্রমে আমরা ওই ভবনটিকে অবৈধ ঘোষণা করে ভেংগে দিবো।
[৬] আশুলিয়া থানার এস আই সামিউল জানান, আমি আদালতের নোটিশ তামিল করে প্রতিবেদন দাখিল করেছি। বাকিটা মহামান্য আদালতের ব্যাপার।