শিরোনাম
◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’, দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক

শিমুল মাহমুদ: [২] রোববার বিকালে গুলশানের বাসা ‘ফিরোজায়’ বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর মেডিকেল বোর্ড তথা তার চিকিৎসক টিমের প্রধান মেডিসিন ও বক্ষ ব্যাথি বিশেষজ্ঞ সাংবাদিকদের একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী।

[৩] তিনি বলেন, আমাদের সাথে বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে, ইউকেতে যে উনার ছেলে ও ছেলের ওয়াইফ আছেনৃ ডা. জোবাইদা রহমান সে ঢাকা মেডিকেল কলেজে আমার স্টুডেন্ট ছিলো উনিও সব সময় মোটিভেট করছেন। আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে আলোচনা করে উনার (খালেদা জিয়া) চিকিৎসা করছি। আমরা আশা করছি যে, যদি এভাবে আরো এক সপ্তাহ পার হওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাবো।

[৪] চিকিৎসক টিমের প্রধান জানান, আমরা যদি কখনো মনে করি, তাকে হাসপাতালে নেয়া দরকার। আমরা সেই মুহুর্তে তাতক্ষনিক হাসপাতালে নিয়ে যাবো- সেই ধরনের প্রস্তুতি আমরা রেখেছি।

[৫] অধ্যাপক এফএম সিদ্দিকী বলেন, বেগম জিয়ার বাসার প্রত্যেককে চিকিৎসা দেয়া হচ্ছে যারা কোবিড পজেটিভ। কিন্তু ভালো দিক হচ্ছে বেশিরভ্গাই সিমটেমেটিক। প্রথম দিকে ১/২ জনের জ্বর ছিলো। ওদের এখন জ্বর নাই, সবাইকে আইসোলেশনে রাখা হেেয়্ছ। সবাইকে চিকিৎসা করা হচ্ছে।

[৬] ম্যাডাম শুধু নিজেরই না, উনি ওরা(কোবিড আক্রান্তরা) ঔষধ খাচ্ছে কিনা সেটাও উনি তদারক করছে। এভাবে উনি নিজেরও চিকিতসা করছেন, অন্যরা ঠিকমতো ঔষধ খাচ্ছে কিনা সেটাও দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়