সুস্থির সরকার: [২] কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।
[৩] রোববার পর্যন্ত সমগ্র জেলায় ২০ টি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ৬৪ টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী সর্বমোট ৮৪ টি মামলায় মোট ৩৩,৪০০ টাকা জরিমানা করা হয় এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়। তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কাজী মো: আব্দুর রহমান।
[৪] এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি প্রতিপালনে জনসচেতনতামূলক মাইকিং, মাস্ক বিতরণ এবং প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ