নূর মোহাম্মদ: [২] বিচাপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নেওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা সংক্রান্ত রায়ের রিভিউ আবেদন শুনানির দ্রুত উদ্যোগ নিবে রাষ্ট্রপক্ষ।
[৩] সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পর নিয়মিত আদালত চালু হলে রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হবে।
[৪] ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বিচাপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দাখিল করা হয়।
[৫] সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ ৯০৮ পৃষ্ঠার এ রিভিউ আবেদন দাখিল করে।
[৬] এর আগে ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ২০১৭ সালের ৩ জুলাই ওই সময়ের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চও হাইকোর্টের রায় বহাল রাখেন।