শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৩:০৬ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৩:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট

ডেস্ক নিউজ: সোমবার (১২ এপ্রিল) সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর, সায়দাবাদ, মুলবাড়ী, কড্ডার মোড় ও নলকা এলাকায় কখনো যানজট আবার কখনো ধীরগতিতে গাড়ী চলতে দেখা গেছে।

বেলা সাড়ে ১১টার পর যানজটের তীব্রতা বেড়ে যায় এবং সদর উপজেলার কড্ডার মোড় থেকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার পর্যন্ত বিস্তৃত হয়েছে। মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর, নলকা মোড়, কড্ডার মোড় এলাকায় হাজার হাজার যানবাহন দাঁড়িয়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে উত্তরের পথের যাত্রীরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ১৪ তারিখ সারাদেশে কঠোর লকডাউন দিচ্ছে সরকার। এ কারণে রোববার থেকে বিভিন্ন জেলার বিপুল সংখ্যক যানবাহন রাস্তায় নেমেছে। ফলে এ মহাসড়কে দফায় দফায় যানজটের সৃষ্টি হচ্ছে।

এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহন বিকল ও দুর্ঘটনা ঘটে। ফলে যানজটের তীব্রতা বেড়ে যায়।

১১টার দিকে ভুইয়াগাঁতী এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষ হওয়ার ফলে হাটিকুমরুল-চান্দাইকোনা ১৯ কিলোমিটার এলাকায় কখনো যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে রাস্তায় রয়েছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সয়দাবাদ মুলিবাড়ীর পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

তবে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে মুলিবাড়ী পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সূত্র: বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়