শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৩০ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইন্টারনেটে নৈরাজ্যবাদীদের ঠেকাতে এবার হটলাইন চালু করল বেইজিং

আখিরুজ্জামান সোহান: [২] চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য কিংবা দলটির ইতিহাস বিকৃতকারী তথা ‘হিস্টোরিক্যাল নিহিলিজম’ বা শূন্যবাদ সমর্থকদের দমাতে দেশটির সাইবার নিয়ন্ত্রণ সংস্থা একটি নতুন হটলাইন প্রকাশ করেছে। ইয়ন

[৩] শুক্রবার দেশটির সাইবার স্পেস অ্যাডমিনেস্ট্রেসন (সিএসি) এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোস্যাল মিডিয়াসহ অন্যান্য প্লাটফর্ম গুলোতে কমিউনিস্ট পার্টির ইতিহাস বিকৃতিকারী, দলটির নেতৃত্ব এবং নীতিমালাকে সরাসরি আক্রমণকারী, জাতীয় বীরদের অপমানসহ উন্নত সমাজতান্ত্রিক সংস্কৃতির উৎকর্ষতা অস্বীকার করা ব্যক্তিদের আইনের আওতায় আনতে হটলাইনে নেটিজেনদের অভিযোগ দায়েরের আহ্বান জানানো যাচ্ছে। মালয়েশিয়া টুডে

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিন্ন উদ্দেশ্য নিয়ে দেশটির কিছু বিপদগ্রস্থ মানুষ ক্ষমতাসীন দলটির ইতিহাস নিয়ে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে মিথ্যা বানোয়াট গল্প সারাবিশ্বে ছড়িয়ে দিচ্ছে।

[৫] এতে আরও বলা হয়, আমরা আশা করি, একটি সুস্থ সমাজ গঠনে দেশটির ইন্টারনেট ব্যবহারকারী সকল নাগরিক তাদের এই কাজে সহায়তা করবে।

[৬] উল্লেখ্য, কয়েক দশকে চীনের কমিউনিস্ট পার্টির অতীত ইতিহাস নিয়ে জনগণের সন্দেহ কিংবা সংশয় প্রকাশের সাইন হিসেবে "Historical nihilism"বা শূন্যবাদ শব্দটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।

[৭] রয়টার্সের খবরে বলা হয়, ধারনা করা হচ্ছে, আগামী জুনে কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তি উপলক্ষে নিহিলিজম এ্যাকটিভিস্টদের ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। তবে অপরাধীদের শাস্তির ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি সিএসি।

[৮] চীনে ইন্টারনেটে নজরদারীর ঘটনা নতুন নয়, দেশটিতে ইন্টারনেট কঠোরভাবে নিয়ন্ত্রণ ছাড়াও  বিশ্বের বেশিরভাগ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, সার্চ ইঞ্জিন এবং নিউজ আউটলেটগুলি নিষিদ্ধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়