শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রখর খরতাপ কোভিডে মৃত্যু ঝুঁকি হ্রাস করে

রাশিদুল ইসলাম : [২] সূর্যের আলোর হ্রাস করোনভাইরাস মৃত্যুর ঝুঁকির সাথে যুক্ত বলে বিজ্ঞানীরা দাবি করছেন। তারা বলছেন নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘমেয়াদী রৌদ্রের সংস্পর্শে ও কম সংখ্যক কোভিড মৃত্যুর মধ্যে প্রমাণিত সম্পর্ক রয়েছে। জেরুজালেম পোস্ট
[৩] যেসব মানুষ রোদের মধ্যে বেশি বাস করে তাদের কোভিডে মৃত্যু ঝুঁকিও কম। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এধরনের পর্যবেক্ষণ সমীক্ষা দিয়েছেন যাতে ব্রিটেন ও ইতালির বিজ্ঞানীদেরও সায় রয়েছে।

[৪] সমীক্ষার ফলাফল দি ব্রিটিশ জার্নাল অব ডারমেথোলজি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রখর খরতাপ রয়েছে এমন অঞ্চলে যুক্তরাষ্ট্রে কোভিডে মৃত্যুর ঝুঁকি ২৯ শতাংশ এবং ইতালি এবং ইংল্যান্ডে এর হার ৩২ শতাংশ কম।

[৫] গবেষকরা পরীক্ষায় দেখতে পেয়েছেন রোদে গেলে মানুষের শরীর থেকে নাইট্রিক অক্সাইড নির্গত হয় এবং এটি কোভিড প্রতিরোধক হিসেবে কাজ করে।

[৬] আরেক কারণ হচ্ছে রোদে গেলে হার্ট এ্যাটাক ও রক্তচাপ হ্রাস পায় যা কোভিডে মৃত্যু ঝুঁকিও হ্রাস করে।

[৭] তবে এর সঙ্গে ভিটামিন ডি’র কোনো সংযোগ নেই কারণ যেসব অঞ্চলে এ গবেষণা হয়েছে সেখানে মানুষের শরীরে ভিটামিন ডি কম পরিমানেই ছিল।

[৮] গবেষণায় কোভিডে মৃত্যু ঝুঁকি হিসেবে বয়স, আর্থসামাজিক অবস্থান, সংক্রমণের মাত্রা, জাতিসত্তা, বায়ু দূষণ, তাপমাত্রা এবং আরও অনেক কিছু বৈশিষ্ট নির্ভর করছে।

[৯] তবে গবেষণাটিকে পর্যবেক্ষণমূলক হিসেবে নিয়ে বিজ্ঞানীরা বলছেন রোদ জনস্বাস্থ্যের ওপর হস্তক্ষেপ হিসেবে কাজ করে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক, চর্ম বিশেষজ্ঞ ডা. রিচার্ড ওয়েলর বলেন গবেষণার ফলাফলে কোভিডে শঙ্কাজনক মৃত্যুকে হ্রাস করার উপায় হিসেবে সূর্যের আলো অন্যতম উপাদান হিসেবে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়