সুমাইয়া ঐশী: [২] গত ফেব্রুয়ারিতে দুবাই শাসকের মেয়ে রাজকুমারী লতিফা বিনতে মোহাম্মদ আল মাকতুমের একটি ভিডিও সামনে নিয়ে আসে বিবিসি। সেখানে রাজকুমারী দাবি করেন, তাকে আটকে রাখা হয়েছে। তার জীবন সংকটাপন্ন বলেও দাবি করেন লতিফা। সিএনএন, মিডল ইস্ট আই, এবিসি১৭নিউজ
[৩] এরপরই লতিফা জীবিত আছেন কিনা তার প্রমাণ দেখাতে সংযুক্ত আরব আমিরাতকে চাপ দেয় জাতিসংঘ। সেই প্রমাণ এখনও এসে পৌঁছায়নি বলে জানানো হয়েছে।
[৪] এনিয়ে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের মুখপাত্র মার্টা হুরতাদো বলেন, রাজকুমারী আদৌ জীবিত আছেন কিনা এ নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগের অবকাশ আছে। তবে আমরা লতিফার সঙ্গে দেখা করার জন্য জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত নতুন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। এই বৈঠকে তিনি সম্মত হলেও কোনও তারিখ ঠিক করা হয়নি এখন পর্যন্ত।
[৫] শুধু লতিফা নন, তার বড় বোন রাজকুমারী শামসাকে নিয়েও চিন্তিত জাতিসংঘ। চলতি বছরের ফেব্রুয়ারির শেষে রাজকুমারী শামসার অপরণের বিষয়ে তদন্ত করতে ব্রিটিশ পুলিশকে চিঠি দেন লতিফা। শাসমা ২০০০ সালে ব্রিটেন থেকে অপহৃত হন বলে জানা যায়। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল