শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৯:২৩ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরপর দুই বৈশাখেই করোনার কারণে লকডাউনে বন্ধ মার্কেট, ব্যবসা নয়, মূলধনই থাকবে না

মিনহাজুল আবেদীন: [২] অসাম্প্রদায়িক পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বছরের সবচেয়ে বড় বিনিয়োগ ব্যবসা করে থাকেন ব্যবসায়ীরা। কিন্তু করোনার সংক্রমণ রোধে লকডাউনে কপাল পুড়েছে ব্যবসায়ীদের। ২০২০ সালেও ছিলো লকডাউন, তারই পুনরাবৃত্তি এই বছর।

[৩] বসুন্ধরা সিটি শপিং মলের জামদানি হাউজের স্বত্তাধিকারী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকার তার বেতনভুক্ত কর্মচারীদের বেতন ঠিকই দিবে। কিন্তু আমাদের কর্মীদের বেতন কীভাবে দেবো। পরিস্থিতি এভাবে চললে আমরা কর্মচারীদের বেতন দিতে পারবো না। এই ব্যাপারে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

[৪] বসুন্ধরা সিটি শপিং মলের দেশী দশের ম্যানেজার মো.শরিফুজ্জামান রানা বলেন, সার্বিক এবং পূর্বের অভিজ্ঞতা থেকে বলবো বর্তমান অবস্থা একদম ভালো না, কোনও বেচাকেনা নেই। পহেলা বৈশাখ উপলক্ষে যে বেচাকেনা হওয়ার কথা, সেটি হচ্ছে না।

[৫] আড়ংয়ের চীফ অপারেটিং অফিসার (সিওও) আশরাফুল আলম বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে এ বছর আড়ং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শপিংমলে কেউ আসলে সংক্রমিত না হয় সে ব্যবস্থাও রয়েছে।

[৬] তিনি বলেন, লকডাউন এভাবে চললে আড়ংয়ের সব মালামাল স্টকে জমা হবে। এতে আড়ংয়ের সঙ্গে ৬৫ হাজার কর্মীরা জড়িত। প্রভাব পড়বে তাদের জীবনে।

[৭] বসুন্ধরা সিটি শপিং মলের গোল্ড কিংয়ের কর্মকর্তারা জানান, সকাল থেকে দোকান খুলে বসে রয়েছি। কোনও বেচাকেনা হয়নি। আশংকা করছি, এভাবে লকডাউন চলতে থাকলে ব্যবসা গুটিয়ে নিতে হবে। সম্পাদনা: তাপসী রাবেয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়