শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৮:০৭ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড এবং মাস্ক বিতরণ অব্যাহত

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীতে সরকারি নির্দেশনা অমান্য করে অহেতুক ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি মেনে না চলে , মাস্ক পরিধান না করে বিভিন্ন ভাবে আইন উপেক্ষা করার দায়ে নগরীর সাধারণ মানুষ ও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

[৩] এসময় জনসাধারণের মাঝে ৪ হাজার ৫০০টি মাস্কও বিতরণ করা হয় এবং ৬৬ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়। শনিবার (১০ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের এই অভিযান চালিয়ে এ জরিমানা আদায় ও মাস্ক বিতরণ করেন।

[৪] চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত চকবাজার ও বাকলিয়া এলাকায় মাস্ক না পরা, স্বর্নালী রেস্টুরেন্টসহ বেশ কয়েকটি খাবারের দোকানে ভেতরে বসিয়ে লোকজনকে খাবার পরিবেশন করাসহ স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ২২ মামলায় ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা করেন। এছাড়া জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়।

[৫] অপরদিকে নগরীর খুলশী ও বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি মহানগর নিউজকে জানান, মাস্ক না পরায় ৭ মামলায় ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

[৬] এছাড়া পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। তিনি জানান, ৩ মামলায় ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় এবং জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়