শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমপি’র তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ৩৭নং মহিম দাশ রোড সংলগ্ন এলাকা হতে শুক্রবার (৯ এপ্রিল) রাত অনুমান ১০.৩৫ টায় আবু তাহের মাসুম প্রকাশ মাসুম (৩৫) কে ১(এক) টি দেশীয় তৈরী এলজি এবং ২ (দুই) রাউন্ড কার্তুজ সহ আটক করেন কোতোয়ালী থানা পুলিশ।

[৩] গ্রেপ্তারকৃত আসামি মাসুম নগরের এনায়েত বাজার বাটালী রোডের আবুল বশর ওরফে বাশারের ছেলে। তিনি অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্য বহনের দায়ে ২৭ মামলার আসামি।

[৪] পুলিশ সূত্র জানা গেছে , আসামি মাসুম অবৈধ অস্ত্রগুলি নিয়ে প্রতিনিয়িত সন্ধ্যা হতে ভোর বেলা পর্যন্ত কোতোয়ালী থানা এলাকার রেলওয়ে স্টেশন, নিউ মার্কেট মোড়, আমতল, শাহ আমানত মার্কেট, আন্দরকিল্লা, জামালখান, ব্রীকফিল্ড, ফিশারীঘাট সহ নগরীর বিভিন্ন এলাকায় পথচারী, সিএনজি বা বাসে থাকা যাত্রীদের নিকট হতে সুযোগ বুঝে তাদের সাথে থাকা মোবাইল, অর্থ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া সহ বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকান্ড করে থাকে।

[৫] এবিষয় কোতোয়ালী থানার এসি নোবেল চাকমা বলেন, গতকাল কোতোয়ালী থানা পুলিশের নিয়মিত অভিযানে সিএমপি তালিকাভুক্ত সন্ত্রাসী আবু তাহের মাসুমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি দেশিয় এলজিসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে থানায় অস্ত্র মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে ২৭টি মামলা রয়েছে।

[৬] বলতে গেলে আসামি পেশাদার ছিনতাইকারী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থাও নেয়া হবে বলে জানান নোবেল চাকমা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়