শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ৭, সীমান্ত দিয়ে মাদক এনে ঢাকায় সরবরাহ করত চক্রটি

নিজস্ব প্রতিবেদক: [২] রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ২৫০ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-২।জব্দ কার হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান। আটকরা হলেন- নুরুল আলম (৫২), জসিম উদ্দিন আহম্মেদ (৩৫), হেলাল (২৭), শাহজালাল (২২) ও রাজিব তালুকদার (২৯)।

[৩] র‌্যাব বলছে, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে কৌশলে ইয়াবা ও গাঁজা এনে রাজধানীতে ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে সরবরাহ করত চক্রটি।

[৪] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, মাদকের একটি বড় চালান নিয়ে চট্টগ্রাম থেকে রাজধানীর যাত্রাবাড়ীর দিকে আসার খবরে ব্যাটালিয়নের একটি দল শনিবার সকাল ৭টা ২০ মিনিটে যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা উত্তর দনিয়া বিশ্বরোডে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য নুরুল আলম ও জসিম উদ্দিনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ৬হাজার ২৫০পিস ইয়াবা পাওয়া যায়।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কাভার্ডভ্যানে করে কৌশলে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করছিল।

[৬] র‍্যাব-২ এর এই কর্মকর্তা আরও জানান, শনিবার ভোরে ব্যাটালিয়নের আপর একটি দল যাত্রাবাড়ীর উত্তর দনিয়ার বরিশাল স মিলের সামনে থেকে একটি কাভার্ড ভ্যানসহ হেলাল, শাহজালাল ও রাজিব তালুকদারকে আটক করে। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভ্যানের পেছনে বিশেষভাবে লুকায়িত ১টি বস্তায় স্কস্টেপ দিয়ে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা সীমান্ত এলাকা দিয়ে মাদক দেশে এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

[৭] এদিকে র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, রাজধানীর শাহজাহানপুর ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১০।

[৮] শুক্রবার রাতে মৌচাক মোড় ও জুরাইন বালুরমাঠ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১৬পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহবুবুর রহমান (২৯) নামের একজনকে আটক করে। এ সময় ইয়াবা ছাড়াও তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন ও নগদ ৩৪ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

[৯] এছাড়া একই দিন র‌্যাব-১০ এর অপর একটি দল দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পাঁনগাও এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ গ্রাম গাঁজাসহ মানিক মিয়া (৪২) নামের একজনকে আটক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়